বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালকে আসন্ন ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের শেষ দুই ম্যাচ থেকে বাদ দিয়েছে স্পেন জাতীয় দল। মঙ্গলবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)।
ফেডারেশনের মেডিক্যাল টিম ‘বিস্ময় ও হতাশা’ প্রকাশ করে জানিয়েছে, সোমবার তারা জানতে পারেন ইয়ামাল কোমরের ব্যথা সারাতে সেদিনই নিজ উদ্যোগে রেডিওফ্রিকোয়েন্সি ট্রিটমেন্ট নিয়েছেন।
স্প্যানিশ ফুটবল ফেডারেশন বিবৃতিতে লিখেছে, ‘সোমবার সকালে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে বেলা ১টা ৪৭ মিনিটে আমরা জানতে পেরেছি যে ইয়ামাল তার পিউবিক অঞ্চলের অস্বস্তি কমানোর জন্য একটি ইনভেসিভ রেডিওফ্রিকোয়েন্সি চিকিৎসা করিয়েছেন।
এই প্রক্রিয়াটি জাতীয় দলের চিকিৎসা দলকে কোনো তথ্য দেওয়া ছাড়াই সম্পন্ন হয়েছে। আমরা এই তথ্য পেয়ে বিস্মিত এবং উদ্বিগ্ন। রাতেই একটি রিপোর্ট থেকে বিস্তারিত জানলাম, যেখানে মেডিক্যাল বিভাগ ইয়ামালের ৭-১০ দিনের বিশ্রামের সুপারিশ করেছে।’
এই কারণেই ইয়ামালের স্বাস্থ্য ও নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে তাকে বর্তমান স্কোয়াড থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নেয় স্পেন ফেডারেশন।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে ১৮ বছর বয়সী এই ফরোয়ার্ড কুঁচকির চোটে ভুগছিলেন। এর আগেও অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ের শেষ রাউন্ডে খেলতে পারেননি তিনি।
গ্রুপ ‘ই’-তে চার ম্যাচে শতভাগ জয়ে শীর্ষে রয়েছে স্পেন। আসন্ন দুই ম্যাচেই তারা নিশ্চিত করতে পারে যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে অনুষ্ঠিতব্য ২০২৬ বিশ্বকাপের টিকিট।
স্পেন আগামী শনিবার তিবলিসিতে জর্জিয়ার মুখোমুখি হবে, এরপর ১৮ নভেম্বর সেভিয়ায় তুরস্কের বিপক্ষে মাঠে নামবে তারা।
ইএ/এসএন