রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও ৪৪ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বুধবার (১২ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি সূত্রে জানা যায়, সম্প্রতি নিষিদ্ধ সংগঠনটির পক্ষ থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় গোপনে সভা-সমাবেশ ও সংঘবদ্ধ কর্মকাণ্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছিল- এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার দিনভর অভিযান চালানো হয়। এসব অভিযানে ধানমন্ডি, গুলিস্তান, মোহাম্মদপুর, মিরপুর, বাড্ডা, এবং যাত্রাবাড়ীসহ বেশ কয়েকটি এলাকায় তল্লাশি ও অভিযান পরিচালনা করে গোয়েন্দা পুলিশ।
ডিবির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, গ্রেফতার ব্যক্তিরা সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ সংগঠনের প্রচার চালাচ্ছিলেন এবং রাজধানীতে নাশকতার পরিকল্পনায় যুক্ত ছিলেন। তাঁদের কাছ থেকে লিফলেট, প্রচারপত্র ও বেশ কিছু ডিজিটাল উপকরণ জব্দ করা হয়েছে।
ডিবি কর্মকর্তার ভাষায়, “গ্রেফতার ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা গোপনে পুনর্গঠনের চেষ্টা করছিল। রাজধানীতে একাধিক স্থানে সমন্বিতভাবে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনাও ছিল তাঁদের।”
এ ঘটনায় একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
রাজধানীতে সম্প্রতি ককটেল বিস্ফোরণ, গোপন বৈঠক এবং ছায়া নাশকতামূলক কর্মকাণ্ডের ঘটনায় পুলিশের সন্ত্রাসবিরোধী ইউনিট ও ডিবি একযোগে তৎপরতা বাড়িয়েছে। পুলিশ বলছে, নিষিদ্ধ রাজনৈতিক দলের পুনরুত্থান রোধে অভিযান চলমান থাকবে।
টিএম/এসএন