বাংলাদেশ জাতীয় দল থেকে শুরু করে বয়সভিত্তিক ক্রিকেটাররাও ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে ব্যস্ত সূচি পার করছে। জাতীয় দল আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরু করেছে গতকাল (মঙ্গলবার) থেকে। পাশাপাশি এনসিএলে চলছে চারদিনের প্রথম শ্রেণির ক্রিকেট। কয়েকদিন আগে আকবর আলীর নেতৃত্বে হংকংয়ে সিক্সসাইড টুর্নামেন্ট খেলতে গিয়েছিল বাংলাদেশ। এবার ‘এ’ দল যাচ্ছে ইমার্জিং এশিয়া কাপে।
১২ থেকে ২৫ নভেম্বর কাতারের দোহায় অনুষ্ঠিত হবে এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপ। এবারের আসরও ৮ দল নিয়ে মাঠে গড়াবে। মূলত ২০২৪ সাল থেকে ‘এ’ দলের খেলা হয়ে গেছে ইমার্জিং এশিয়া কাপ। লিস্ট ‘এ’ স্বীকৃতিপ্রাপ্ত এই টুর্নামেন্টের নাম পরিবর্তন করে এবার হয়েছে রাইজিং স্টারস।
সেই টুর্নামেন্ট খেলতে আজ (বুধবার) সকালে ঢাকা ছেড়েছে ‘এ’ দলের ক্রিকেটাররা। তবে ভিসা জটিলতায় দলের সঙ্গে যেতে পারেননি তিন ক্রিকেটার। তারা হচ্ছেন– ইয়াসির আলি রাব্বি, মাহিদুল ইসলাম অঙ্কন এবং মৃত্যুঞ্জয় চৌধুরি। ধারণা করা হচ্ছে আগামীকাল তারা কাতারের উদ্দেশে রওনা করতে পারেন।
টুর্নামেন্টটির ‘এ’ গ্রুপে বাংলাদেশের সঙ্গী শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং। ‘বি’ গ্রুপে পাকিস্তান-ভারতের সঙ্গে খেলবে সংযুক্ত আরব আমিরাত ও ওমান। এশিয়া কাপ রাইজিং স্টারস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশসহ ৫টি দেশের ‘এ’ দল অংশ নিলেও, আমিরাত, ওমান ও হংকংয়ের জাতীয় দলই খেলবে। কাতারে ৮ দলের এই প্রতিযোগিতা চলবে ১৪–২৩ নভেম্বর। ১৯ নভেম্বর পর্যন্ত প্রতিদিন দুটি করে ম্যাচ হবে। ২১ নভেম্বর দুই সেমিফাইনাল ও ২৩ নভেম্বর হবে ফাইনাল।
এশিয়া কাপ রাইজিং স্টারসে বাংলাদেশ ‘এ’ দল
জিসান আলম, হাবিবুর রহমান সোহান, জাওয়াদ আবরার, আরিফুল ইসলাম, আকবর আলী (ক্যাপ্টেন), ইয়াসির আলী চৌধুরী, মাহিদুল ইসলাম ভূঁইয়া, রাকিবুল হাসান, এস এম মেহেরব হোসেন, আবু হায়দার রনি, তোফায়েল আহমেদ, স্বাধীন ইসলাম, রিপন মন্ডল, আব্দুল গাফফার সাকলাইন ও মৃত্যুঞ্জয় চৌধুরী
ইএ/এসএন