মধ্যরাতে কাউকে না জানিয়ে লিওনেল মেসির ন্যু ক্যাম্প ভ্রমণ। বার্সেলোনার ঘরের মাঠের সবুজ ঘাসের সঙ্গে মহাতারকার রয়েছে অনেক স্মৃতি। সম্প্রতি চিরচেনা ভেন্যুতে নিরবে ঘুরে গেছেন তিনি। পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে তাক লাগিয়ে দিয়েছেন। মেসির ভ্রমণের কথা জানতেন না খোদ বার্সা সভাপতি হুয়ান লাপোর্তাও। হঠাৎ বিশ্বজয়ীর ন্যু ক্যাম্পে আসাতে বিস্মিত হয়েছেন তিনিও। কথা বলেছেন মেসির বার্সায় ফেরা নিয়ে, তবে সেটা মাঠের খেলায় নয় বলেছেন সেটিও।
লাপোর্তা বলেছেন, ‘আগে থেকে জানতাম না তিনি আসবেন। এটা তার ঘর। এটা খেলাধুলার জগতে খুবই সুন্দর ছোট একটি মূহূর্ত।’ ২০২১ সালে ন্যু ক্যাম্প ছেড়েছেন মেসি। দুই মৌসুম ফ্রেঞ্চ ক্লাব পিএসজিতে খেলে পাড়ি জমিয়েছেন যুক্তরাষ্ট্রে। ইন্টার মিয়ামির হয়ে খেলছেন মেজর লিগ সকারে। ক্লাবতে ২০২৮ পর্যন্ত চুক্তিবদ্ধ হয়েছেন।
লাপোর্তা এক সাক্ষাৎকারে বলেছেন, ‘আমি মেসির বার্সেলোনায় ফেরত আসা দেখতে চাই। আমরা তাকে ভালোবাসি। চাই মেসি সর্বকালের সেরা ফুটবলীয় সংবর্ধনা পাক। ক্যাম্প ন্যুর কাজ শেষে এক লাখের উপর দর্শক ধারণ করতে পারবে। ঠিক সেসময় মেসিকে সবচেয়ে বড় সংবর্ধনা দেয়া হতে পারে।’
মেসির বার্সা ছেড়ে যাওয়া নিয়ে লাপোর্তা বলেছেন, ‘সবকিছু ব্যতিরেখে মেসি বার্সা ছাড়ায় কোন আক্ষেপ ছিল না। ব্যক্তির চেয়ে বার্সা অনেক উপরে। যা আমরা অবশ্য সেসময় চাইওনি।’ ধারে অল্প সময়ের জন্য হলেও মেসিকে আবারও বার্সেলোনায় দেখা যাবে কিনা? সভাপতি বলেছেন, ‘মেসি, আমাদের খেলোয়াড় ও সদস্যদের প্রতি সম্মান রেখে বলছি, এটি সঠিক সময় নয়। এমনটা একদম অকল্পনীয়ও বটে। আমরা তার সংবর্ধনার জন্য প্রস্তুতি নিচ্ছি, যা বিশ্বের সেরা হবে। আমরা চাই মেসি যেটির যোগ্য, সেটি যেন তিনি পান।’
এসএস/টিএ