লাইসেন্স ও কাগজপত্র না থাকায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে আন্তর্জাতিক সম্পাদক পদে বিপুল ভোটে জয়ী ও জুলাই আন্দোলনে চোখ হারানো জসীম উদ্দিন খানের খানের মোটরসাইকেল আটকে দিয়েছেন ট্রাফিক সার্জেন্ট।
এক ভিডিওতে দেখা যায়, মোটরসাইকেলে বসে আছেন জসীম উদ্দিন। তার কাছে লাইসেন্স ও কাগজপত্র চাইছেন সার্জেন্ট। তিনি নিজেকে ডাকসু নেতা পরিচয় দিলেও ট্রাফিক সার্জেন্ট তাকে চেনেন না বলে জানান।
এরপর আবার কাগজ চাইলে জসিম বলেন, ‘কাগজ আছে, আমি আনতে ভুলে গেছি। আমি তাড়াহুড়ো করে আসছি। আই অ্যাম সরি, দেরি হয়ে যাচ্ছে। আমার গাড়িটা একেবারে নতুন কেনা, একেবারে নতুন।’
আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘দেখেন, আমি যে গাড়িটা কিনেছি, সেটার কাগজও আমি নিয়ে আসতে পারিনি। আমার প্রোগ্রাম ৬টায়, আমার দেরি হয়ে যাচ্ছে।’
এ সময় সার্জেন্ট বলেন, ‘আপনি ডাকসুর আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক কিন্তু আপনার কাছে কোনো কাগজ নেই। আপনি কাগজপত্র নিয়ে আসেন।’
এ সময় জসিম বলেন, ‘আমি ফোন করে নিয়ে আসছি।’ পরে জসীমকে মোটরসাইকেল থেকে নেমে সেখানে পার্ক করতে দেখা যায়।
আইকে/টিএ