গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, ‘এই মুহূর্তে একটি জাতীয় ঐকমত্যের সরকার দরকার, তা না হলে আবারও ফ্যাসিবাদ আমাদের ওপর চেপে বসবে। এ ছাড়া এই মুহূর্তে গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে করার বাস্তবতা নেই। কারো সঙ্গে জোট করা বা একীভূত হওয়ার খুব বেশি সুযোগ নেই। তবে ইতিমধ্যে অনেক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচন করার জন্য যোগাযোগ করছে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে আয়োজিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। নুরুল হক নুর বলেন, ‘আওয়ামী লীগের যেসব নেতাকর্মী জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল না, মানুষের বাড়িঘরে লুটপাট করেনি কিংবা ছাত্র-জনতার ওপর হামলা-মামলা করেনি, তারা বিভিন্ন দলে যোগদান করতে পারবে।’
তিনি বলেন, ‘বিএনপি, জামায়াত, এনসিপি, গণ অধিকারসহ বিভিন্ন রাজনৈতিক দলে পরিচ্ছন্ন আওয়ামী লীগের কর্মীরা যোগদান করতে পারবে। কিন্তু যারা দেশের সম্পদ লুটপাট করেছে, বিদেশে টাকা পাচার করেছে, ছাত্র-জনতার ওপর হামলা করেছে তাদের কখনো ক্ষমা করা হবে না।
নুর বলেন, ‘আওয়ামী লীগ বিদেশে পালিয়ে গিয়েও দেশে নাশকতা সৃষ্টির পাঁয়তারা করছে। তারা বাসে আগুন লাগিয়ে দিচ্ছে, বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণ করছে। তাদের ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।’ গণ অধিকার পরিষদের উচ্চতর সদস্য ও হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য প্রার্থী চৌধুরী আশরাফুল বারী নোমানের সভাপতিত্বে সভাটি পরিচালিত হয়।
এসএস/টিএ