ভারতের কিংবদন্তি টেনিস তারকা সানিয়া মির্জা সম্প্রতি নিজের ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে খোলামেলা অনুভূতি শেয়ার করেছেন। তিনি বলেন, “সিঙ্গেল মা হওয়া সত্যিই খুব কঠিন। আমি কাজ, সন্তান এবং নিজের মানসিক স্বাস্থ্য সবকিছু একসাথে সামলাতে গিয়ে কখনও কখনও পুরোপুরি ভেঙে পড়েছি।”
সানিয়ার এই খোলামেলা স্বীকারোক্তি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। বহু ভক্ত ও সহকর্মী তার সাহসিকতা ও সততার প্রশংসা করেছেন। তারা বলেছেন, “সানিয়া শুধু খোলামেলা বলছেন না, বরং এক বিপুল প্রেরণার বার্তা দিচ্ছেন।”
সিঙ্গেল মা হিসেবে প্রতিদিনের চ্যালেঞ্জ, পেশাগত চাপ এবং ব্যক্তিগত সময়ের ভারসাম্য বজায় রাখা সহজ নয়। সানিয়ার এই অভিজ্ঞতা বহু নারী ও মা দের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছে। তিনি নিজেও জানিয়েছেন, এই কঠিন সময়ে মানসিক স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
টেনিসের মাঠে যেমন তিনি একাধারে কড়াকড়ি, নিষ্ঠা ও ধৈর্যের প্রতীক, ব্যক্তিগত জীবনে তার সংগ্রামও সমানভাবে প্রেরণাদায়ক। সানিয়ার এই উক্তি একবারে দেখিয়েছে, সফলতা কেবল অর্জন নয়, বরং মানসিক স্বাস্থ্য ও ব্যক্তিগত শান্তিও কতটা জরুরি।
আরপি/টিএ