বলিউড অভিনেত্রী কাজল সম্প্রতি টক শো ‘টু মাচ উইথ কাজল অ্যান্ড টুইঙ্কল’-এর একটি বিশেষ পর্বে বিতর্কিত মন্তব্য করে নেটভুবনে আলোড়ন সৃষ্টি করেছেন। টুইঙ্কল খান্না তাঁর বন্ধু হিসেবে প্রশ্ন ছুঁড়ে, বৈবাহিক সম্পর্কেরও কি মেয়াদ থাকা উচিত নাকি ‘রিনিউয়াল অপশন’ থাকা উচিত। এ প্রশ্নের উত্তরে কাজল বলেন, হ্যাঁ, বিয়ের সম্পর্কের মেয়াদ থাকা জরুরি।
টুইঙ্কল পাল্টা মন্তব্য করেন, “বিয়েটা তো ওয়াশিং মেশিন নয়।” তবে কাজল যুক্তি তুলে বলেন, “ঠিক সময়ে ঠিক মানুষকে যে কেউ বিয়ে করবে, তার গ্যারান্টি নেই। ‘রিনিউয়াল অপশন’ থাকলে ঠিক আছে, তবে দাম্পত্যের ‘এক্সপায়ারি ডেট’ থাকলে দুজনের কাউকেই ভুগতে হবে না।”
কাজলের এহেন মন্তব্যেই নেটমাধ্যমে শোরগোল পড়ে। একাংশ প্রশ্ন তুলেছেন, ‘কাজল কি অজয় দেবগনের সঙ্গে অখুশি?’ কেউ আবার পূর্ববর্তী পর্বে স্বামীদের বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে তাদের মন্তব্যের প্রসঙ্গ উল্লেখ করেছেন।
মাসখানেক আগে কাজল-টুইঙ্কল খান্না নতুন টক শো শুরু করেন। শোতে সাধারণত বলিউড তারকারা নিজেদের মতামত প্রকাশ করতে পারেন, তবে কাজল-টুইঙ্কলের রসিকতা ও বেফাঁস মন্তব্যের কারণে অনেকেই সরাসরি মুখোমুখি হন না। এবার দাম্পত্য নিয়ে কাজলের মন্তব্যই নতুন বিতর্কের সূত্রপাত করেছে।
কেএন/টিএ