মা-বাবা চেয়েছিলেন গান শিখে গায়িকা হবে, কিন্তু মেয়ে যেন ছুটেছেন ভিন্ন পথে। ছোটবেলা থেকেই নাচের প্রতি আগ্রহ তার। সেই সুবাদে নাচের ক্লাসে ভর্তি হন। এরপর বছর পাঁচেক আগে দেশে যখন করোনা মহামারি তখন ঘরবন্দি সময় কাটত ইউটিউবের জন্য কনটেন্ট তৈরি করে।
নাচ এবং ট্রাভেলিং নিয়ে বিভিন্ন সময়ে কনটেন্ট তৈরি করে রাতারাতি পরিচিতি পেয়ে যান টুইংক ক্যারল। শখের বশে কনটেন্ট তৈরি করতে গিয়ে রীতিমতো বনে যান কনটেন্ট ক্রিয়েটর। নাচে পারদর্শী এই তরুণী নাম লিখিয়েছেন নাটকেও। বছর পাঁচেক আগেই নিলয় আলমগীরের সঙ্গে ‘বোকা বাক্স’ নাটকে অভিনয় করেছিলেন।
তবে অভিনয়ের জন্য পরিচিতি পান গেল বছরে মুক্তি পাওয়া জাহিদ প্রীতমের ‘ফ্রেঞ্জি’ ওয়েব সিরিজে পিংকি চরিত্রে হাজির হয়ে। সে সময় দর্শক তার চরিত্রটি লুফে নিয়েছিলেন। এরপর একাধারে বিভিন্ন নাটকের জন্য প্রস্তাব আসতে থাকে তার কাছে। কিন্তু সেগুলো মনঃপূত হচ্ছিল না টুইংকের।
দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “আমি খুব বেশি কাজ করিনি। দেখা গেল বছরে হয়তো দুইটা কাজ করি এবং তাও ভালো গল্প, চরিত্র পেলে। ‘ফ্রেঞ্জি’-তে কাজ করার পর অভিনয় নিয়ে আমার প্রত্যাশা অনেক বেড়ে গিয়েছিল। এরপর অনেক কাজের প্রস্তাব পেয়েছি ঠিকই কিন্ত ভালো গল্প পাচ্ছিলাম না। যার কারণে অভিনয়ে কম দেখা যায় আমাকে। যা পাই তা-ই করতে আমি কখনোই ইচ্ছুক না।”
টুইংক ক্যারল বললেন, ‘আমি তো মূলত কনটেন্ট ক্রিয়েটর, এটাই আমার প্যাশন বলতে পারেন। অনেকে মনে করেন আমি নৃত্যশিল্পী হবো। তবে আমি অভিনেত্রী হতে চেয়েছিলাম। কিন্তু সে রকম ভালো প্রজেক্ট আমার কাছে আসে না। হতে পারে আমি অনেক ভালো অভিনয় করি না, আবার এও হতে পারে কনটেন্ট ক্রিয়েটর বলে পরিচালকরা অভিনয়ের জন্য উপযুক্ত মনে করেন না। এ ক্ষেত্রে আমি বলব, একটা সময় ছিল যারা কনটেন্ট ক্রিয়েট করে বা টিকটক করে তাদের নিয়ে অনেকেই নাক সিটকাত। কিন্তু এখন তো মূল ধারার অভিনয়শিল্পীরাই কনটেন্ট ক্রিয়েট করে বা টিকটক করে। তবে আমি বিষয়গুলোকে এভাবে দেখি না। আমাকে যোগ্য মনে করলে হয়তো ডাকবে।’
অভিনয়ে ব্যস্ততার সুযোগ না থাকলেও বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন বা কনটেন্ট নিয়ে তার ব্যস্ততা বেশ চরমেই বলে জানান তিনি। বললেন, ‘হয়তো অভিনয়ের সে রকম সুযোগ পাইনি কিন্তু কনটেন্ট নিয়ে, পড়াশোনা নিয়ে এখন আমার বেশ ব্যস্ততা। স্নাতক শেষ করে এখন আমি কত্থক নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর করছি। এর পাশাপাশি ট্রাভেলিং নিয়ে, নাচ নিয়ে কনটেন্ট বানাই।’
এর মধ্যে সিনেমাতে অভিনয়ের প্রস্তাবও পেয়েছিলেন টুইংক ক্যারল। তবে এতে যে চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তা পছন্দ হয়নি তার। বললেন, ‘সিনেমাতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলাম কিন্তু চরিত্রটা বোল্ড ছিল যার কারণে করিনি। এ ছাড়া পরিচালক আমাকে ভয় পাইয়ে দিয়েছিলেন। বলেছিলেন, সিনেমা করলে কনটেন্ট ক্রিয়েট, আমি যা যা করি সব ছেড়ে দিতে হবে। এই কারণে না করে দিয়েছি।’
গেল বছরে বঙ্গ-তে মুক্তি পাওয়া ‘কাঁটা’ নাটকটি বেশ দর্শক সাড়া পেয়েছিল। তারই ধারাবাহিকতায় এবার সেটির সিক্যুয়াল নির্মিত হতে যাচ্ছে। আগামী মাসেই সেটির শুটিংয়ে অংশ নেবেন টুইংক ক্যারল।
আইকে/টিএ