বাংলা আধুনিক সংগীতের অন্যতম সুরেলা কণ্ঠ শ্রীকান্ত আচার্য সংগীতজগৎ নিয়ে এক গভীর মন্তব্য করেছেন। তাঁর মতে, এখন গান শুধুই গাওয়া নয়, বরং ‘দেখানোর’ প্রতিযোগিতায় পরিণত হয়েছে। তাই সুর, কথা কিংবা আবেগের সহজ সৌন্দর্য হারিয়ে যাচ্ছে ধীরে ধীরে।
শ্রীকান্ত আচার্যের ভাষায়, “এখন গান থেকে সহজ ব্যাপার চলে গেছে। কিছু একটা করে দেখাতে হবে, এই ভাবনা থেকে গানের মধ্যে মারপ্যাঁচ চলে এসেছে।” অর্থাৎ, গানের মূলে যে সরলতা, হৃদয়ের স্পর্শ তা এখন নানা প্রযুক্তি, সাজসজ্জা ও বাহুল্যে ঢেকে যাচ্ছে।
তিনি মনে করেন, আগে গান ছিল অনুভূতির প্রকাশ, এখন সেটা অনেক সময় ‘পারফরম্যান্স’-এর প্রদর্শনী হয়ে দাঁড়িয়েছে। শ্রোতার মন ছোঁয়ার চেয়ে চোখ ধাঁধানোর প্রতিযোগিতাই যেন বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।
তবে তাঁর বিশ্বাস, সত্যিকারের গান কখনো মরে না। যতই নতুন ধারা বা মারপ্যাঁচ আসুক, সুর ও অনুভূতির প্রতি শ্রদ্ধা রাখলে সংগীত সবসময় তার নিজের পথে ফিরে আসবে।
শ্রীকান্ত আচার্যের এই বক্তব্য সংগীতপ্রেমীদের মনে এক নতুন প্রশ্ন তুলেছে আমরা কি সত্যিই গান শুনি, নাকি কেবল দেখি?
আরপি/টিএ