টলিউড সুপারস্টার ও সাংসদ দেব (দীপক অধিকারী), যিনি তাঁর নিরন্তর কাজ এবং উদ্যমী স্বভাবের জন্য পরিচিত, সম্প্রতি তাঁর এই ক্লান্তিহীন ছুটে চলার পেছনের আসল 'সিক্রেট' শেয়ার করেছেন। তিনি মনে করেন, কাজের প্রতি ভালোবাসাই সব ক্লান্তি দূর করে দেয়।
দেব বলেন, "তুমি যদি নিজের কাজ ভালোবাসো, তাহলে ক্লান্তি বলে কিছু থাকে না।"
তবে তিনি স্বীকার করেছেন যে, মানুষ হিসেবে তাঁরও ক্লান্তি আসে। কিন্তু সেই ক্লান্তি তাঁকে দমাতে পারে না। তিনি যোগ করেন, "আমি ক্লান্ত হই, কিন্তু থামি না।" এই উক্তির মাধ্যমে দেব বোঝাতে চেয়েছেন যে, কাজের প্রতি তাঁর প্যাশন এবং ভালোবাসা এতটাই তীব্র যে, তা শারীরিক ক্লান্তিকেও ছাপিয়ে যায় এবং তাঁকে অবিরত এগিয়ে চলতে অনুপ্রেরণা জোগায়।
সিনেমা, রাজনীতি, প্রযোজনা- সবকিছু সমানতালে সামলে চলা দেবের এই 'নেভার সে ডাই' মানসিকতা এবং কাজের প্রতি একনিষ্ঠতাই তাঁর সাফল্যের মূল চাবিকাঠি।