কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৩ নভেম্বরের ‘লকডাউন’ কর্মসূচিকে ঘিরে নোয়াখালীতে আইনশৃঙ্খলা বাহিনী কঠোর অবস্থান নিয়েছে। জনমনে আতঙ্ক ও নাশকতা প্রতিরোধে জেলার নয়টি উপজেলায় পুলিশ, র্যাব ও সেনাবাহিনী সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করছে।
জানা গেছে, সোমবার থেকে বুধবার সকাল পর্যন্ত জেলা শহরসহ বিভিন্ন উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪২ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তারকৃতদের বুধবার (১২ নভেম্বর) আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এ ছাড়া রাতভর জেলার আঞ্চলিক মহাসড়ক, গুরুত্বপূর্ণ স্থাপনা ও প্রবেশপথগুলোতে যানবাহনে তল্লাশি চালানো হয়। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জনগণের নিরাপত্তা ও শান্তিশৃঙ্খলা রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।
নোয়াখালী পুলিশ সুপার কার্যালয়ের এক কর্মকর্তা বলেন, নিষিদ্ধ আ. লীগের লকডাউন কর্মসূচি ঘিরে দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। তাই জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মোহাম্মদ ইব্রাহিম দেশের একটি গণমাধ্যমকে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে। জনগণকে শান্তি ও সুশৃঙ্খল থাকার জন্য আমরা সকল ব্যবস্থা গ্রহণ করছি।
তিনি আরও বলেন, এই অভিযান পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সতর্কতা ও দ্রুত সিদ্ধান্তগ্রহণের পরিচয় দিয়েছে। জনসাধারণকে নিরাপদ রাখতে এবং নাশকতার সম্ভাব্য ঘটনার প্রভাব কমাতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ। একই সঙ্গে শান্তি ও সহমর্মিতার আহ্বানও অব্যাহত থাকা উচিত।
এমআর/টিএ