কক্সবাজার শহরের বাজারঘাটা এলাকায় একটি মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বুধবার (১২ নভেম্বর) রাত সাড়ে ১১ টার দিকে আগুনের সূত্রপাত হয়। শাহরাজ নামে ঐ বহুতল মার্কেটটিতে ইলেকট্রনিকস পণ্য সহ বিভিন্ন সামগ্রীর বেশ কয়েকটি দোকান রয়েছে।
স্থানীয় ব্যবসায়ী মোহাম্মদ ইলিয়াস বলেন, “রাত সাড়ে এগোরটার দিকে আগুন দেখতে পেয়ে ফায়ারসার্ভিসকে খবর দেয়া হয়। কিভাবে আগুন লেগেছে বলা যাচ্ছে না, তবে সেখানে বৈদ্যুতিক সংযোগ দিয়ে ওয়েল্ডিংয়ের কাজ চলছিল।”
স্থানীয়দের সাথে ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্সের দুইটি ইউনিটের সমন্বিত প্রচেষ্টায় প্রায় দেড় ঘন্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে।
ফায়ারসার্ভিস ও সিভিল ডিফেন্স কক্সবাজারের উপ-সহকারী পরিচালক তানহারুল ইসলাম দেশের একটি গণমাধ্যমকে বলেন, মার্কেটের দ্বিতীয় তলা থেকে আগুনের সূত্রপাত হয়, তবে কিভাবে আগুন লেগেছে তা স্পষ্ট নয়। ক্ষয়ক্ষতি ও অগ্নিকাণ্ডের কারণ পরে জানা যাবে।
এ ঘটনায় দ্বিতীয় তলার একটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হওয়ার পাশাপাশি নিচতলায় কিছু দোকান আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।
এর আগে গত ১০ নভেম্বর বিকেলে শহর থেকে ৩০ কিলোমিটার দূরে উখিয়া উপজেলার সদর এলাকায় দারোগা বাজারে অগ্নিকান্ডের ঘটনায় ২৭ টি দোকান পুড়ে যায়। এতে প্রায় চল্লিশ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবী করেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
এমআর/টিএ