রাজধানীর শাহবাগ থানাধীন ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ককটেল বিস্ফোরণে মো. জাহাঙ্গীর আলম চাকলাদার (৪৮) এক ব্যক্তি আহত হয়েছেন। তিনি মাদ্রাসা অধিদপ্তরের সহকারী পরিচালক হিসাবে কর্মরত আছেন।
বুধবার রাত আনুমানিক ৯ টা ৪০ মিনিটের দিকে টিএসসি মোড়ে অজ্ঞাত ব্যক্তিরা তার দিকে ককটেল নিক্ষেপ করে। পরে আহত অবস্থায় রাত পৌনে এগারোটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। আহত জাহাঙ্গীর আলমের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার দুলাল গ্রামে। তিনি আজিমপুর অফিসার্স কোয়ার্টারে থাকেন।
আহত জাহাঙ্গীর বলেন,“টিএসসি দিয়ে আজিমপুরের বাসায় যাওয়ার পথে কে বা কারা ককটেল নিক্ষেপ করে। এতে ককটেল বিস্ফোরিত হয়ে আমার পিঠে স্প্লিন্টার লাগে। পরে চিকিৎসার জন্য হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।”
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক ফারুক জানান, টিএসসি থেকে ককটেল বিস্ফোরণে আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। পরে তিনি চিকিৎসা শেষে আবার চলে যান। তার পিঠে ককটেলের স্প্লিন্টার লেগে আহত হয়েছিল।
এবি/টিকে