চলচ্চিত্র দুনিয়া ছেড়ে এখন পুরোমাত্রায় রাজনীতিবিদ তামিল সুপারস্টার থালাপতি বিজয়। সম্প্রতি তাঁকে ‘মুখ্যমন্ত্রী’ প্রার্থী হিসেবে ঘোষণা করেছে তাঁর রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজগম (টিভিকে)। আর সেই আনন্দ-আবহে প্রকাশ্যে এসেছে বিজয়ের বহুল প্রতীক্ষিত ছবি ‘জনা নয়াগান’র ফার্স্টলুক। শুধু তা-ই নয়, শনিবার (৮ নভেম্বর) বিকেলে প্রকাশিত হয় ছবিটির প্রথম গান ‘থালাপতি কাচারি’।
টি-সিরিজের ইউটিউব চ্যানেলে গানটি মুক্তির পরই হুমড়ি খেয়ে পড়েন ভক্তরা। মাত্র ২ ঘণ্টায় এর ভিউ ২ মিলিয়ন ছড়িয়ে যায়! ভিডিওতে থালাপতি বিজয়ের সঙ্গে পূজা হেগড়ে ও ‘প্রেমালু’খ্যাত অভিনেত্রী মমিতা বৈজুকে দেখা গেছে। ৩ মিনিট ২১ সেকেন্ডের এই গানে চমক হিসেবে বিজয় নিজেও কণ্ঠ দিয়েছেন। তিনি ছাড়াও রয়েছেন অনিরুদ্ধ রবিচন্দর ও আরিভু।
থালাপতির স্বীকৃতি উদযাপনে এই গানের সংগীতায়োজন করেছেন অনিরুদ্ধ রবিচন্দর। লিখেছেন আরিভু।
ভিডিওচিত্র সাজানো হয়েছে বর্ণাঢ্য আয়োজনে, যেখানে থালাপতি যেন জনতার মহানায়ক! বলতে গেলে, এটি এই তারকার স্বীকৃতিরও এক উদযাপন, পর্দায় তাঁর ক্যারিয়ারের সবচেয়ে আইকনিক চরিত্রগুলোও ফুটে উঠেছে। গানটির শেষ দৃশ্যে অনিরুদ্ধ তাঁকে ‘লাস্ট ড্যান্স’র (শেষ নাচ) জন্য অনুরোধ করেন, বিজয়ও আনন্দের সঙ্গে তা মেনে নেন।
এদিকে, সম্প্রতি প্রকাশ্যে আসা ফার্স্টলুকে থালাপতিকে দেখা যায় ‘জনতার নেতা’র ভূমিকায়! নীল শার্ট ও সানগ্লাসে তিনি জনতার মাঝে দৃঢ় চেহারায় দাঁড়িয়ে রয়েছেন। আগের পোস্টারগুলোর মতো এখানেও তাঁকে ঘিরে রয়েছে বিশাল জনসমাবেশ, যা সিনেমাটির মূল থিম ‘জন নায়াগান’কে (জনগণের নেতা) প্রতিফলিত করে!
সিনেমাটি ২০২৬ সালের ৯ জানুয়ারি পঙ্গল উৎসব উপলক্ষে মুক্তি পাওয়ার কথা রয়েছে। ভক্তরা ধারণা করছেন এটিই হতে যাচ্ছে অভিনেতার শেষ ছবি! তাঁদের ভাষ্য, সাধারণ মানুষের কণ্ঠস্বর হিসেবে বিজয়ের এই ছবিই তাঁর জন্য এক নিখুঁত বিদায়ী অধ্যায়!
জনা নয়াগান পরিচালনা করেছেন এইচ বিনোথ। এতে বিজয়, পূজা, মমিতা ছাড়াও অভিনয় করেছেন ববি দেওল, গৌতম বাসুদেব মেনন, প্রকাশ রাজ, প্রিয়মণি, নারাইন প্রমুখ।
প্রসঙ্গত, অভিনয়ের পাশাপাশি একজন প্লেব্যাক গায়ক হিসেবেও খ্যাতি রয়েছে থালাপতি বিজয়ের। কণ্ঠ দিয়েছেন বেশকিছু চলচ্চিত্রে। এ আর রহমান, যুবন শঙ্কর রাজা, ডি ইমান, দেবী শ্রী প্রসাদ, দেব, বিদ্যাসাগর, সিরপির মতো খ্যাতিসম্পন্ন সুরকারদের সঙ্গেও তিনি কাজ করেছেন।
আরপি/এসএন