গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে স্বাগত জানান। এটি সিরিয়ার স্বাধীনতার পর (১৯৪৬ সালের পর) দেশটির কোনো প্রেসিডেন্টের প্রথম হোয়াইট হাউস সফর হিসেবে ইতিহাসে জায়গা করে নিয়েছে।
এই বৈঠককে একসময় অকল্পনীয় বলে মনে করা হতো। কারণ আল-শারা একসময় আল-কায়েদার কমান্ডার ছিলেন, এবং ওয়াশিংটন তাঁকে সন্ত্রাসী হিসেবে চিহ্নিত করে তাঁর মাথার জন্য ১ কোটি ডলার পুরস্কারও ঘোষণা করেছিল।
বৈঠকের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে ট্রাম্পের একটি মজাদার মুহূর্ত দেখা যায়। ট্রাম্প মজা করে আল-শারাকে এক বোতল পারফিউম উপহার দেন এবং নিজেই তাঁর গায়ে সেটি ছিটিয়ে দেন। এসময় তিনি বলেন, এটাই সেরা ঘ্রাণ... আরেকটা তোমার স্ত্রীর জন্য। এরপর হাসতে হাসতে তিনি হঠাৎ আল-শারাকে জিজ্ঞাসা করেন, কয়জন স্ত্রী?
জবাবে আল-শারা বলেন, একজন। এতে সেখানে হাসির রোল পড়ে যায়।
ট্রাম্প তখন ঠাট্টা করে বলেন, তুমি জানো না, ভবিষ্যতে কী হয়!
তথ্যসূত্র ডেইলি মেইল
ইএ/এসএন