নির্বাচন কমিশনের ওপর জনগণের পূর্ণ আস্থা নেই বলে স্বীকার করেছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। তিনি বলেন, আস্থা পুনরুদ্ধারের জন্য কমিশন সচেষ্ট।
নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, ‘নির্বাচন কমিশনের ওপর সকলের আস্থা নাই, এটা অস্বীকার করার উপায় নাই। আস্থা পুনরুদ্ধারের জন্য ইসি চেষ্টা করছে।’ আজ বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এ কথা বলেন তিনি।
আনোয়ারুল ইসলাম বলেন, ‘ইসির পাঁচজনের পক্ষে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ বৃহস্পতিবার ১১ এজেন্ডা নিয়ে নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে বসে নির্বাচন কমিশন (ইসি)। সকাল ১০ টায় আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সংলাপ শুরু হয়।
ইএ/এসএন