পঞ্চাশ বছর বয়সেও মালাইকা আরোরা যেন আত্মবিশ্বাস ও আকর্ষণের দীপ্ত উদাহরণ। কিন্তু হানি সিংয়ের নতুন গান চিলগাম এ তাঁর সাহসী উপস্থিতি সোশ্যাল মিডিয়ায় তীব্র বিতর্কের জন্ম দিয়েছে। কেউ বলছেন এটি অতিরিক্ত প্রদর্শন, কেউ আবার নাচের ভঙ্গি নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে মূল আলোচনার কেন্দ্রে রয়েছে বয়সবাদ, নারী-বিদ্বেষ ও সমাজের দ্বিমুখী মানদণ্ড।
গানটি প্রকাশের পর মালাইকাকে নিয়ে শুরু হয় নিন্দার ঝড়, এমনকি কেউ কেউ তাঁর ব্যক্তিগত জীবন ও সন্তানকেও এই আক্রমণের মধ্যে টেনে আনেন যা সমালোচনার সীমা অতিক্রম করেছে। অন্যদিকে, তাঁর সমর্থকেরা তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছেন, পুরুষ তারকারা বয়স পেরিয়েও অবাধে নাচতে পারেন, কিন্তু নারীরা একই কাজ করলে তাদের সম্মুখীন হতে হয় কটাক্ষ ও অপমানের।
এই বিতর্ক শুধুমাত্র এক মিউজিক ভিডিও নিয়ে নয় এটি সমাজে নারীর স্বাধীনতা, দেহ এবং বয়সকে ঘিরে বিদ্যমান কুসংস্কার ও পক্ষপাতের বিরুদ্ধে এক প্রতিবাদ। মালাইকার পারফরম্যান্স হয়তো শিল্পগুণে সবার মন জয় করতে পারেনি, কিন্তু তাঁর সাহস সমাজকে আবারও আয়নায় মুখ দেখিয়েছে।
শেষমেশ প্রশ্ন থেকে যায় শিল্পীকে নয়, শিল্পকে সমালোচনা করুন। মালাইকার বয়স নয়, তাঁর সাহসই অনুপ্রেরণা হওয়া উচিত।