চট্টগ্রামের পটিয়া থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বাদামতল ও শান্তিরহাট এলাকায় পৃথক অভিযানে তাদের আটক করা হয়।
গ্রেপ্তাররা হলেন পটিয়া উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম রুবেল (২৭) এবং সহসম্পাদক মো. সাজ্জাদ হোসেন রকি (২৬)।
পটিয়া থানা পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারদের বিরুদ্ধে পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। এর মধ্যে রয়েছে পেনাল কোড ও বিস্ফোরক দ্রব্য আইনে।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম সানতুর সার্বিক তত্ত্বাবধানে, পটিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার নোমান আহমদের নির্দেশনায় এবং পটিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নুরুজ্জামানের নেতৃত্বে একটি চৌকস টিম এ অভিযান পরিচালনা করে।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুজ্জামান বলেন, গ্রেপ্তারকৃতরা এলাকায় নাশকতা সৃষ্টি ও সংঘবদ্ধ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দীর্ঘদিন ধরে নজরদারিতে ছিল। বৃহস্পতিবার সকাল থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি আরো বলেন, জনগণের নিরাপত্তা ও আইন-শৃঙ্খলা রক্ষায় পটিয়া থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে।
ইউটি/টিএ