বরগুনায় সড়কের পাশে পার্কিং করে রাখা একটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাতে ঘটনার পরপরই আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এর আগে, একইদিন রাতে আমতলী উপজেলার বাঁধঘাট চৌরাস্তা নামক এলাকায় পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ দেশের একটি গণমাধ্যমকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন- আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মো. আতাউর রহমান রাসেল (২৯), গুলিসাখালী ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. পারভেজ খান (২৮), পৌর যুবলীগ সদস্য মো. তম্ময় গাজী (৩৩), পৌর ছাত্রলীগের সাবেক সদস্য মো. কাওছার আহমেদ রনি (৩৩) ও সাবেক ছাত্রলীগ কর্মী মো. ছগির মল্লিক (২৩)।
খোঁজ নিয়ে জানা যায়, আমতলী ফেরিঘাট-সংলগ্ন একটি সড়কের পাশে স্বর্ণা পরিবহন নামের বাসটি পার্কিং করে রাখা হয়েছিল। মধ্যরাতে হঠাৎ ওই বাসটিতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় দুর্বৃত্তরা। মুহূর্তেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজনের খবরে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এ সময় বাসের মধ্যে কেউ না থাকায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। পরে এ ঘটনায় জড়িতদের ধরতে রাতেই আমতলীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আমতলী উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে আমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমির হোসেন সেরনিয়াবাদ দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমতলীতে পার্কিং করে রাখা স্বর্ণা পরিবহন নামের একটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে জড়িত পাঁচজনকে গ্রেপ্তার কারা হয়েছে। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করতে মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
কেএন/এসএন