মানুষ আজকাল ‘ভালোবাসা’ শব্দটির প্রকৃত অর্থ বোঝে না। তাড়াহুড়ো ও স্বার্থপর জীবনে সম্পর্ক প্রায়ই শর্তসাপেক্ষ হয়ে উঠেছে। তবে ঘরের পোষা প্রাণীরা এ বিষয়ে সম্পূর্ণ বিপরীত, তারা নিঃস্বার্থভাবে ভালোবাসে। তাদের ভালোবাসা কোনো স্বার্থের ওপর নির্ভরশীল নয়, তারা শুধু নিজের মমতা, স্নেহ ও সঙ্গ দিয়ে আশ্রয়প্রার্থী মানুষের হৃদয় স্পর্শ করে।

যেমন একটি কুকুর বা বিড়াল তার মালিকের প্রতি থাকে একনিষ্ঠ, প্রতিদানের আশা ছাড়াই। বিজ্ঞানীরা বলছেন, পোষা প্রাণীদের সঙ্গে সময় কাটানো মানসিক শান্তি বৃদ্ধি করে এবং এক ধরনের নির্ভরশীল স্নেহ তৈরি করে, যা আধুনিক জীবনের মানসিক চাপ কমাতে সাহায্য করে। তাই যারা সত্যিকারের নিঃস্বার্থ ভালোবাসা খুঁজছেন, তাদের জন্য ঘরের পোষা প্রাণী নিখুঁত সঙ্গী।
এবি/টিকে