আজমিরে যাওয়ার উদ্দেশ্যে ভারতে অনুপ্রবেশ করায় তিন বাংলাদেশিকে আটক করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত বুধবার সুনামগঞ্জের তাহিরপুর সীমান্ত দিয়ে অনুপ্রবেশের করলে ভারতের লালগাঁও নামক এলাকায় বিএসএফ তাদের আটক করে।
আটক তিন বাংলাদেশি হলেন-ঢাকা কেরানীগঞ্জের যুবরাজ, সুনামগঞ্জ ছাতকের শিপন মিয়া ও কিশোরগঞ্জের পাকুন্দিয়ার জাহিদুল ইসলাম জুনায়েদ।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তাহিরপুর সীমান্তে বর্ডার হাট এলাকায় বিজিবি-বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ওই তিন বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে।
বিজিবি ওই দিনই তাদের তাহিরপুর থানায় তাদের সোপর্দ করেছে।
সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়ন তাহিরপুর উপজেলার লাউড়েরগড় ক্যাম্পের সুবেদার মো. মোস্তফা কামাল বাদী হয়ে তাহিরপুর থানায় অবৈধ অনুপ্রবেশ আইনে তাদের বিরুদ্ধে মামলা করেছেন।
সুনামগঞ্জ বিজিবি ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল একেএম জাকারিয়া কাদির বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আটক তিন বাংলাদেশি ভারতের আজমিরে যাওয়ার উদ্দেশ্যে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেছিলেন।
টিজে/টিকে