কুড়িগ্রামের বিভিন্ন স্থানে লকডাউনকেন্দ্রিক নাশকতা প্রতিরোধে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম।
কুড়িগ্রাম জেলা পুলিশের নাশকতা বিরোধী বিশেষ অভিযানে কর্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা লকডাউনকে কেন্দ্র করে নাশকতাসহ বিভিন্ন অভিযোগে গত ২৪ ঘণ্টায় এসব আসামিকে গ্রেপ্তার করা হয়। এ নিয়ে গত ৭২ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় নাশকতা ও অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা ও কার্যক্রমের অভিযোগে আওয়ামী সরকারের সময় পরিচালিত বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড এবং সাধারণ মানুষের ওপর নির্যাতনের অভিযোগে মোট ৫১ জন ফ্যাসিস্টকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন- নাগেশ্বরী উপজেলার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সদস্য মো. লিটন মিয়া, কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ৪ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নীর মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. ইমরান হোসেন (২৫), উপজেলা যুবলীগের সদস্য মো. রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর উপজেলার ৫ নং ভাঙ্গামোড় ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি নুর ইসলাম ওরফে মাইনাস (৫২), ফুলবাড়ী উপজেলা শাখা যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক মো. সুমন পোদ্দার (৩৭), রাজারহাট ৮ নং ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভুরুঙ্গামারী উপজেলার তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিবসেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) এবং রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।
এ বিষয়ে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার (উলিপুর সার্কেল) মো. আশরাফুল আলম বলেন, লকডাউনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানায় নাশকতা ও সহিংসতার অভিযোগে গত ৩ দিনের বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এবি/টিকে