বর্ষীয়ান অভিনেতা বোমান ইরানি আবারও নিজের জীবনের সংগ্রাম ও মায়ের প্রতি গভীর ভালোবাসার কথা স্মরণ করলেন। সম্প্রতি এক আলাপচারিতায় তিনি জানান, তার শৈশব ছিল চ্যালেঞ্জে ভরা; কিন্তু তিনি কখনও বুঝতেই পারেননি যে ঘরে আর্থিক সংকট ছিল। কারণ তার মা সবকিছু সামলে রেখেছিলেন অক্লান্ত পরিশ্রমে।
বোমান বলেন, “মা কখনও আমাকে বুঝতে দেননি যে ঘরে আর্থিক সমস্যা চলছে। জানিই না কীভাবে তিনি আমাকে বড় করেছেন, কীভাবে ঋণ শোধ করেছেন। মা-ই আসলে জীবনের প্রথম নায়িকা।”
তার এই আবেগঘন মন্তব্যে উঠে এসেছে এক সংগ্রামী মায়ের নিঃস্বার্থ ভালোবাসা, ত্যাগ এবং পরিবারকে রক্ষা করার দৃঢ়তা। বোমান জানান, ছোটবেলায় তিনি বুঝতেই পারেননি তার মা কত বড় দায়িত্ব কাঁধে নিয়ে একাই সন্তান বড় করেছেন। আজ সফলতা পাওয়ার পর তিনি উপলব্ধি করেন, তার জীবনের সবচেয়ে বড় শক্তি ছিলেন তার মা।
শোবিজ মহলে বলা হচ্ছে, বোমান ইরানির এই বক্তব্য শুধুই ব্যক্তিগত স্মৃতি নয়; বরং সমাজের সেই অসংখ্য সংগ্রামী মায়ের প্রতিচ্ছবি, যারা সন্তানকে সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ দিতে নীরবে লড়ে যান। তার মন্তব্য প্রকাশ্যে আসতেই সামাজিক যোগাযোগমাধ্যমে বহু দর্শক প্রশংসা জানাচ্ছেন।
ইউটি/টিএ