মা–সন্তানের চিরন্তন সম্পর্ক নিয়ে হৃদয়ছোঁয়া মন্তব্য করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। সম্প্রতি তিনি বলেন, প্রতিটি সন্তানের জীবনে মা–ই প্রথম ভালোবাসা, আর প্রতিটি মায়ের জীবনে সন্তানই শেষ ভালোবাসা। তাঁর এই আবেগভরা মন্তব্য প্রকাশ্যে আসতেই তা ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
অনুপম খেরের মতে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যে সম্পর্কটি সবচেয়ে গভীর, সবচেয়ে নিঃস্বার্থ—তা হলো মায়ের সঙ্গে সন্তানের বন্ধন। মা–ই প্রথম মানুষ, যাঁর কাছে সন্তান স্নেহ, সুরক্ষা ও ভালোবাসা খুঁজে পায়। আর মা’দের কাছে সন্তানই জীবনের পরম সম্পদ, পরম আশ্রয়।
অভিনেতা জানান, সময় যতই এগোক, জীবনের পথ যতই বদলাক, মা–সন্তানের ভালোবাসা কোনও দিন কমে না। বরং বয়স বাড়ার সঙ্গে সঙ্গে এই সম্পর্ক আরও শক্ত, আরও মূল্যবান হয়ে ওঠে।
সামাজিক যোগাযোগমাধ্যমে অনুপম খেরের এই উক্তি বহু মানুষের মনে দাগ কেটে গেছে। অনেকেই মন্তব্য করেছেন, মায়ের প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশের এই ভাষা সময়োপযোগী এবং হৃদয়স্পর্শী।
অনুপম খেরের এমন আবেগপূর্ণ কথায় আবারও মনে করিয়ে দেয়—দুনিয়ায় সব ভালোবাসার শুরু যেখানে, সেই জায়গার নাম ‘মা’।