যশোরের জেলা প্রশাসক (ডিসি) হিসেবে মোহাম্মদ আশেক হাসানকে নিয়োগ দিয়েছে সরকার। একইসঙ্গে জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব হিসেবে বদলি করা হয়েছে।
পৃথক দুটি প্রজ্ঞাপনে যশোরসহ দেশের ২৩ জেলার ডিসি পদে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বদলি ও পদায়ন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়।
সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত ১২ জন কর্মকর্তাকে বদলিপূর্বক পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপনে যশোরের জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলামকে স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব পদে পদায়নপূর্বক বদলি ও উপসচিব আমিনুল ইসলাম স্বাক্ষরিত ১৪ জন কর্মকর্তাকে জেলা প্রশাসক পদে পদায়ন-সংক্রান্ত প্রজ্ঞাপনে মোহাম্মাদ আশেক হাসানকে যশোর জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়।
জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে, আশেক হাসান ফরিদপুরে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে কর্মরত ছিলেন। ২০১৫ সালের দিকে তিনি যশোরের বাঘারপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন।
২০২৪ সালের ১২ সেপ্টেম্বর যশোর জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন বিদায়ী জেলা প্রশাসক মো. আজাহারুল ইসলাম।
ত্রয়োদশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে ডিসি পর্যায়ে বড় ধরনের রদবদল করেছে অন্তর্বর্তী সরকার। এরই অংশ হিসেবে যশোরেও নতুন ডিসি নিয়োগ দেওয়া হলো। জাতীয় নির্বাচনে ডিসিরা রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব পালন করেন। ফলে এই পদটি নির্বাচনের আগে খুবই গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
আরপি/টিএ