বলিউডের খ্যাতিমান অভিনেতা বোমান ইরানি তাঁর জীবনের এক গভীর ও ব্যক্তিগত গল্প সকলের সঙ্গে ভাগ করেছেন। তিনি তাঁর মাকে “জীবনের প্রথম নায়িকা” হিসেবে অভিহিত করে বলেন, জীবনের কঠিন সময়ে মা কীভাবে পরিবারের সমস্ত আর্থিক সমস্যা একা সামলেছেন, তা তিনি আজও বুঝতে পারেন না। বোমান ইরানি বলেন, "মা কখনও আমাকে বুঝতে দেননি যে ঘরে আর্থিক সমস্যা চলছে। জানিই না কীভাবে তিনি আমাকে বড় করেছেন, কীভাবে ঋণ শোধ করেছেন।"
এই উক্তির মাধ্যমে তিনি দেখাতে চেয়েছেন, সন্তানের চোখে কখনোই জীবনের দুশ্চিন্তা বা সংগ্রামের ছাপ পড়তে দেননি তাঁর মা। জীবনের ছোটখাটো ও বড়ো সব যন্ত্রণা একাই সামলেছেন, কিন্তু সন্তানের জীবনে কখনো তা প্রতিফলিত হয়নি। বোমান ইরানির মতে, সত্যিকারের নায়ক বা নায়িকা কেবল পর্দার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি মুহূর্তে আমাদের পাশে থাকা মানুষই প্রকৃত নায়ক বা নায়িকা।
তাঁর এই হৃদয়স্পর্শী স্বীকারোক্তি শুধুমাত্র মায়েদের ত্যাগকে সম্মান জানায় না, বরং সকলকে স্মরণ করিয়ে দেয়, জীবনের আসল নায়ক নায়িকা তারা, যারা অবিচলভাবে আমাদের জন্য সংগ্রাম করেন। বোমান ইরানির কথায় ফুটে উঠেছে পারিবারিক ভালোবাসা, ধৈর্য এবং নিঃস্বার্থ ত্যাগের এক অনবদ্য গল্প।
আরপি/টিএ