বলিউডের কিংবদন্তি অভিনেতা ইরফান খান। তাঁর কথায়, জীবন মূলত এক ধরণের ‘ছেড়ে দেওয়ার’ অনুশীলন, আর সবচেয়ে কষ্টদায়ক মুহূর্ত হলো যখন আমরা কাউকে বিদায় জানানোর সুযোগ পাই না।
ইরফানের এই মন্তব্যে জীবন ও সম্পর্কের অস্থায়ীত্ব এবং মুল্যবোধের জটিলতা ফুটে উঠেছে। ভক্তরা তার এই বার্তাকে জীবনে বাস্তবায়নের উপদেশ হিসেবে গ্রহণ করেছেন। অভিনেতার কথায় স্পষ্ট, জীবন কখনও কখনও আমাদের কাছে কঠিন হয়, কিন্তু তা থেকে শেখার মূল্যবান শিক্ষা এবং সম্পর্কের গভীরতা বোঝার সুযোগ পাওয়া যায়।
কেএন/টিএ