জাআসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছেন, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু।
শনিবার (১৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি ঘোষণার সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো সুযোগ নেই। তাই আমাদের সবসময় নির্বাচনের প্রস্তুতি রয়েছে। এনপিপি একটি পরিচ্ছন্ন রাজনৈতিক দল। এনপিপি এ দেশের মানুষের কল্যাণে রাজনীতি করে। দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত, জঙ্গিমুক্ত, সন্ত্রাস ও চাঁদাবাজিমুক্ত সমাজ তথা দেশ গঠন আমাদের লক্ষ্য।
নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানিয়ে তিনি আরও বলেন, জোটের শরিক দলগুলোকে নিজস্ব দলীয় প্রতীকে নির্বাচন করার সুযোগ দেওয়া এবং নির্বাচনে পোস্টার নিষিদ্ধ করা সময়োপযোগী সিদ্ধান্ত। প্রবাসী ভোটারদের ভোটদানের ব্যবস্থা করে রেমিট্যান্স যোদ্ধাদের দীর্ঘদিনের দাবি পূরণ করেছে নির্বাচন কমিশন।
এ সময় নির্বাচন কমিশনের কাছে অনুরোধ জানিয়ে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের জন্য নির্ধারিত জামানতের পরিমাণ ৫০ হাজার টাকার পরিবর্তে ২০ হাজার টাকা পুনর্নির্ধারণ করতে হবে।
উল্লেখ্য, গত ২২ অক্টোবর এনপিপি’র ৭ম জাতীয় সম্মেলনে সর্বসম্মতিক্রমে শেখ ছালাউদ্দিন ছালু তৃতীয় মেয়াদে চেয়ারম্যান এবং কাউন্সিলরদের ভোটের মাধ্যমে মো. আনিসুর রহমান দেওয়ান মহাসচিব নির্বাচিত হন। কাউন্সিলররা চেয়ারম্যান ও মহাসচিবকে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি গঠনের ক্ষমতা অর্পণ করেন। এর ধারাবাহিকতায় আজ ১৫১ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
এনপিপি’র মহাসচিব মো. আনিসুর রহমান দেওয়ানের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মো. আব্দুল হাই মণ্ডল, প্রেসিডিয়াম সদস্য মো. ইদ্রিস চৌধুরী, মর্জিনা খান, শেখ আবুল কালাম প্রমুখ।
টিজে/টিএ