অভিনেতা শন ব্যানার্জি দাদুর জীবনী পড়ার পর অনুপ্রাণিত হয়েছেন। তিনি জানালেন, কঠোর পরিশ্রম আর ধৈর্যের মাধ্যমে ‘ফ্লপ মাস্টার জেনারেল’ খ্যাতি থেকে উঠে এসে মহানায়ক হওয়া সম্ভব। এ উপলব্ধি তার জন্য সত্যিই প্রেরণার উৎস হয়েছে। শন বললেন, দাদুর সংগ্রাম ও সাফল্য তাঁকে নিজের কর্মজীবনে নতুন উদ্দীপনা যোগ করেছে।
এবি/টিকে