টলিউডের 'বস' সুপারস্টার জিৎ, যিনি তাঁর অদম্য এনার্জি এবং কঠোর পরিশ্রমের জন্য পরিচিত, সম্প্রতি সাফল্যের এক শাশ্বত সত্য তুলে ধরেছেন। তিনি মনে করেন, জীবনে কোনো কিছুই সহজে অর্জন করা সম্ভব নয়।
জিৎ বলেন, "আমি সবসময় বিশ্বাস করি, জীবনে কিছুই সহজে পাওয়া যায় না।" তিনি আরও যোগ করেন, "যত বেশি কষ্ট করবে, তত বেশি আনন্দ পাবে সাফল্যের।" এর মাধ্যমে তিনি বোঝাতে চেয়েছেন যে, যে সাফল্যের পেছনে যত বেশি পরিশ্রম এবং ত্যাগ থাকে, সেই সাফল্যের স্বাদ ততই মধুর হয়।
তাঁর দর্শনের মূল কথাটি হলো: "ঘাম ছাড়া জয় আসে না।" সুপারস্টারের এই উক্তিটি প্রমাণ করে যে, তিনি 'শর্টকাট'-এ বিশ্বাসী নন। কঠোর পরিশ্রম এবং ঘাম ঝরানোকেই তিনি জয়ের একমাত্র পথ বলে মনে করেন। তাঁর এই লড়াকু মানসিকতাই আজকের তরুণ প্রজন্মের কাছে এক বড় অনুপ্রেরণা।
এবি/টিকে