বলিউডের জনপ্রিয় চরিত্রাভিনেতা রাজপাল যাদব সম্প্রতি তাঁর কাজের দর্শন ও সিনেমা বেছে নেওয়ার মানদণ্ড নিয়ে এক স্পষ্ট মন্তব্য করেছেন। তিনি বলেন, “আমি এমন সিনেমা করতে চাই যা পুরো পরিবার একসাথে বসে দেখতে পারে। পরিবারই আমার দর্শক।”
রাজপালের এই বক্তব্য তাঁর অভিনয়জীবনের মূল বিশ্বাসকে স্পষ্ট করে, সিনেমা এমন এক মাধ্যম, যা মানুষকে একত্র করতে পারে। বর্তমান সময়ে যখন অনেক সিনেমাই কন্টেন্টের কারণে পরিবার-সহ দেখা যায় না, ঠিক সেই সময়েই তিনি পারিবারিক বিনোদনকে অগ্রাধিকার দেওয়ার কথা জানালেন।
তিনি মনে করেন, এমন গল্প ও চরিত্রই দীর্ঘদিন মানুষের মনে থেকে যায়, যেগুলো পরিবার-সহ উপভোগ করা যায়। ছোট-বড় সকলের জন্য উপযোগী এই ধরনের সিনেমাই দর্শকদের সঙ্গে তাঁর সংযোগকে আরও মজবুত করে। রাজপাল যাদবের মতে, হাস্যরস, আবেগ, মানবিকতা- এসবই সিনেমাকে পরিবার-সহ দেখার যোগ্য করে তোলে।
অভিনেতার এই মন্তব্য শুধু তাঁর ক্যারিয়ার ভাবনা তুলে ধরে না, বরং বর্তমান সিনেমা শিল্পেও এক মূল্যবান বার্তা পৌঁছে দেয়, পারিবারিক বিনোদনের গুরুত্ব এখনও অটুট।
আইকে/টিএ