বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপু বলেছেন, রাজনীতিতে যখন এসেছি তখন জিয়াউর রহমান মারা গেছেন। জিয়াউর রহমান সে সময় যদি বিদ্রোহ না করতেন তাহলে দেশ স্বাধীন হতো না। তিনি জানতেন হয় তার মৃত্যু হবে, না হলে তিনি মারা যাবেন। জেনেই কিন্তু বিদ্রোহ করেছিলেন। আমিও জানি আমি বহিষ্কার হব, তারপরও আমি জনগণের রায় নিয়ে আমি আগামী নির্বাচন করব।
শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় লালপুর শ্রী সুন্দরী মডেল পাইলট উচ্চবিদ্যালয় মাঠে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তাইফুল ইসলাম টিপু বলেন, ৪৩ বছর ধরে রাজনীতিতে আছি। আমি বেগম খালেদা জিয়ার সঙ্গে থাকতে চাই, আমি তারেক রহমানের সঙ্গে থাকতে চাই। আমি খালেদা জিয়াকে মায়ের মতো শ্রদ্ধা করি, তারেক রহমানকে আমি ভাইয়ের মতো শ্রদ্ধা করি। কিন্তু লালপুর বাগাতিপাড়ায় এই আসনে আমরা সিট হারাতে চাই না। ২০০৮ সালে জাতীয় পার্টির কাছে হেরেছে। ২০১৪ সালে যাকে প্রার্থী করেছেন তিনি ১৪ হাজার ভোট পেয়েছে। আগামী পার্লামেন্ট নির্বাচনে আমি জামায়াত ইসলামের কাছে ধানের শীষকে পরাজিত হতে দিতে চাই না।
তিনি আরও বলেন, দলের কাছে আমরা অনুরোধ করব তৃণমূলের নেতাকর্মীদের সেন্টিমেন্ট বুঝার চেষ্টা করুন। যদি তাই না হয়, এই আসনে অনেকবার রিকশা মার্কার বিজয়ের ইতিহাস আছে, ঈগল মার্কার বিজয়ের ইতিহাস আছে। তাই জনতা যদি বলে, আমি জনতার কাতারে থেকেই নির্বাচন করার জন্য প্রস্তুতি নেব।
তাইফুল ইসলাম টিপু বলেন, আমাদের নেতা তারেক রহমান যে ক্রাইটেরিয়া বলেছেন মনোনয়ন পাওয়ার জন্য সে সব ক্রাইটেরিয়া আমরা পূরণ করেছি। আজকে ৪৩ বছরের রাজনীতিতে আছি। বাবার সম্পত্তি বিক্রি করে, দলের জন্য কাজ করেছি। বিশ্ববিদ্যালয় পড়ার সময় রাতে ঘুমাই নাই, অস্ত্রের সামনে দিন পার করেছি। তারপরও দলকে প্রতিষ্ঠা করে এসেছি।
জনসভায় গোপালপুর পৌর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ওয়াহেদুজ্জামান সরকার, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম-আহ্বায়ক আরিফুর রহমান আরিফসহ বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এবি/টিকে