একটি দল বেহেশতের কথা বলে ভোট চায়, আর তারাই নির্বাচন বানচালের চেষ্টা করছে-এ মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমান।
গতকাল (শনিবার, ১৫ নভেম্বর) বিকেলে সাভারের হেমায়েতপুরে অনুষ্ঠিত ‘মিনিবার ফুটবল টুর্নামেন্টে’র পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আমান উল্লাহ আমান বলেন, ‘আগুন দিয়ে নাশকতা কিংবা ভয় দেখিয়ে নির্বাচন বা বিচার কার্যক্রম থামানো যাবে না। প্রধান উপদেষ্টার ঘোষণামতে আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।’
তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘নির্বাচন বানচালের যে কোনো অপচেষ্টা জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’ পাশাপাশি নির্বাচনের দিন সকাল সকাল ভোট দিয়ে কেন্দ্র পাহারা দিতে সবাইকে আহ্বান জানান তিনি। পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ঢাকা-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী আমান উল্লাহ আমান।
যুবদল নেতা ইয়ার মোহাম্মদ ইয়াসিন সরকার শাওনের সঞ্চয়ালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা বিএনপির সভাপতি হাজী মোহাম্মদ জামাল উদ্দিন সরকারসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ এবং হাজারো ক্রীড়ামোদী দর্শক।
এসএস/টিকে