কাতারে কঙ্গো সরকারের সঙ্গে কঙ্গো রিভার অ্যালায়েন্স একটি নতুন শান্তিচুক্তি সই
মোজো ডেস্ক 08:30AM, Nov 16, 2025
কাতারের দোহায় কঙ্গো সরকারের সঙ্গে কঙ্গো রিভার অ্যালায়েন্স (এম২৩ মুভমেন্ট) একটি নতুন শান্তিচুক্তি সই করেছে। শনিবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, ‘দোহা ফ্রেমওয়ার্ক ফর পিস’ নামের এই সমঝোতা মূলত সাধারণ মানুষের সুরক্ষা, মানবাধিকার, বাস্তুচ্যুতদের নিরাপদ প্রত্যাবর্তন এবং জাতীয় পুনর্মিলনকে কেন্দ্র করে গড়ে উঠেছে। এটি পুরো শান্তি প্রক্রিয়ার ভিত্তি নথি হিসেবে কাজ করবে। সামনে যুদ্ধবিরতি আরও দৃঢ় করা, সশস্ত্র গোষ্ঠীগুলোর অবস্থান সরানো, মানবিক সহায়তার প্রবেশাধিকার নিশ্চিত করা এবং যোদ্ধাদের পুনর্বাসন—এসব বিষয়ে আলাদা প্রযুক্তিগত নথি ও বাস্তবায়ন রোডম্যাপ তৈরি করা হবে।
কাতার গত এপ্রিল থেকে কঙ্গো সরকার ও এম২৩ সংশ্লিষ্ট জোটের মধ্যে একাধিক দফা আলোচনা আয়োজন করে আসছিল। জুলাইয়ে উভয় পক্ষ একটি যৌথ নীতিমালা গ্রহণ করে এবং সম্ভাব্য যুদ্ধবিরতি পর্যবেক্ষণের প্রক্রিয়াতেও সম্মত হয়। তবে সংঘাতের মূল কিছু বিষয় এখনো অমীমাংসিত। এর মধ্যেই পূর্ব কঙ্গোর পরিস্থিতি আবারও সহিংস হয়ে উঠেছে। নর্থ কিভু প্রদেশে ইসলামিক স্টেট-ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর ধারাবাহিক হামলায় সাধারণ মানুষের জীবন ঝুঁকিতে পড়ছে। স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে জানানো হয়েছে, শুধু গতকালই এসব আক্রমণে অন্তত ২৮ জন প্রাণ হারিয়েছে। চুক্তি বাস্তবায়ন হলে সহিংসতাপূর্ণ এই অঞ্চলে স্থায়ী শান্তির সম্ভাবনা বাড়বে বলে আশা করা হচ্ছে।