৩৫ বছর পর গত শুক্রবার মায়ানমারের তানিনথারি অঞ্চলের মডং শহর নিজেদের দখলে নিয়েছে কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) সশস্ত্র শাখা এবং এর মিত্ররা। কেএনইউ এ কথা জানিয়েছে। খবর দ্য ইরাবতির।
মায়ানমার-থাইল্যান্ড সীমান্তের পাহাড়ি শহরটি একসময় কেএনইউর মাইয়িক জেলার সদর দপ্তর ছিল।
১৯৯০ সালে এটি জান্তার দখলে চলে যায়। কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি (কেএনএলএ) এবং এর মিত্র গোষ্ঠীগুলো চার দিন আগে শহরটি নিজেদের দখলে নেওয়ার জন্য আক্রমণ শুরু করে। পরে তারা স্থানীয় সময় গত শুক্রবার সকালে জান্তা বাহিনীর সেনাদের থাইল্যান্ডের দিকে পালাতে বাধ্য করে।
কেএনইউর মাইয়িক জেলার সেক্রেটারি স এনা দো বলছেন, ‘মডং সীমান্ত বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং এর কৌশলগত গুরুত্বও অনেক।’
তিনি জানান, সেখানে জান্তাদের দুটি সামরিক ফাঁড়ি এবং একটি প্রশাসনিক অফিস দখল করেছে কেএনএলএ। আনুমানিক ৬০ জন জান্তা সেনা থাইল্যান্ডে পালিয়ে গেছে।
আরপি/টিকে