জীবনের ছোট ছোট ভালোলাগাগুলো কখন যে হৃদয়ের গভীরে বড় হয়ে ওঠে, তা যেন জানেন শেহনাজ গিল। আলোঝলমলে দুনিয়ার জনপ্রিয় এই তারকা নিজের স্বপ্নের সঙ্গী নিয়ে জানালেন এক অদ্ভুত কিন্তু হৃদয়ছোঁয়া ইচ্ছের কথা। তিনি চান, তাঁর স্বামী হোক এমন একজন মানুষ, যিনি গান জানেন কি জানেন না- তা কোনো ব্যাপারই নয়। দরকার শুধু এতটুকু, তাঁর জন্য ভালোবাসা থেকে বেসুরো হলেও গান গাইবে।
শেহনাজের ভাষায়, জীবনের আসল সৌন্দর্য লুকিয়ে থাকে নিখুঁত গলায় নয়, বরং সেই মানুষটির আন্তরিকতায়, যে নিখুঁত হতে চায় না, কিন্তু ভালোবাসার টানে কিছু একটা করতে এগিয়ে আসে। তাই তাঁর ভবিষ্যৎ স্বামীকে হতে হবে না কোনো সুরের জাদুকর, বরং একজন সাধারণ মানুষ, যার কণ্ঠে থাকবে ভালোবাসার উষ্ণতা, চেষ্টার আন্তরিকতা।
শেহনাজের এমন স্বীকারোক্তি ভক্তদের মধ্যে ইতোমধ্যে নতুন আলোচনা তৈরি করেছে। জাঁকজমক আর নিখুঁততার দৌড়ে যখন অনেকেই পিছিয়ে পড়ছে, সেখানে এমন সহজ-সরল অনুভূতি যেন মনে করিয়ে দেয়, সম্পর্কের আসল শক্তি থাকে অপূর্ণতার মধ্যেই।
কেএন/টিকে