আইনি জটিলতা ও বিতর্কের মাঝেই গত ১৪ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে দুলকার সালমান অভিনীত ও প্রযোজিত থ্রিলার সিনেমা ‘কান্তা’। তবে মুক্তির পর অভিনেতার অন্যান্য সিনেমার মত আশানুরূপ সাড়া ফেলেনি বক্স অফিসে। মুক্তির তিন দিনে সিনেমাটি ১০ কোটি রুপি আয় করেছে বলে দাবি করছে ভারতীয় গণমাধ্যম।
মুক্তির প্রথম দিনই ছবিটি সংগ্রহ করে প্রায় ৪ কোটি ৩৫ লাখ রুপি।
এর মধ্যে তামিল অঞ্চলে আয় ২ কোটি ৬৫ লাখ এবং তেলুগু অঞ্চলে ১ কোটি ৭০ লাখ রুপি। এরপর দ্বিতীয় দিনে আয় বেড়ে দাঁড়ায় প্রায় ৪ কোটি ৮৫ লাখ রুপি। প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আয় বেড়েছে প্রায় ১১ শতাংশের মতো।
তৃতীয় দিনের (রবিবার) দুপুর আড়াইটা পর্যন্ত পাওয়া প্রাথমিক হিসাব অনুযায়ী আয় ৯৭ লাখ রুপি।
সব মিলিয়ে তিন দিনে মোট সংগ্রহ প্রায় ১০ কোটি ১৭ লাখ রুপি।
আয় বাড়লেও প্রেক্ষাগৃহে দর্শক উপস্থিতির চিত্র খুব একটা সুবিধাজনক নয়। মুক্তির তৃতীয় দিনে তামিল ভাষার সাধারণ দ্বিমাত্রিক সংস্করণের সকাল বেলার প্রদর্শনীতে উপস্থিতি ছিল মাত্র ১৬ দশমিক ৯১ শতাংশ। দুপুর, সন্ধ্যা ও রাতের প্রদর্শনীতে কোনো দর্শকই ছিল না, এমনটিও জানা গেছে।
এমন উপস্থিতি দেখেই বোঝা যাচ্ছে, ছবিটি প্রথম সপ্তাহান্তে খুব জোরালো সাড়া পায়নি। শনিবার সামান্য বৃদ্ধি দেখা গেলেও রবিবারের কম উপস্থিতি অনেকের কাছে হতাশাজনক।
দুলকার সালমানের প্রতিষ্ঠান ওয়েফেয়ারার ফিল্মস ও রানা দাগ্গুবতির প্রতিষ্ঠান স্পিরিট মিডিয়া প্রযোজিত এ ছবিটি পরিচালনা করেছেন সেলভমানি সেলভারাজ। এতে দুলকার সালমান ছাড়া আরো অভিনয় করেছেন সামুত্তিরাকানি, ভাগ্যশ্রী বরসে ও রানা দাগ্গুবতি প্রমুখ।
উল্লেখ্য, ছবিটি মুক্তির আগেই বিতর্কে জড়িয়ে পড়েছিল।
অভিযোগ ওঠে, ছবিতে নাকি কিংবদন্তি তামিল অভিনেতা ও সংগীতশিল্পী এম কে ত্যাগরাজা ভাগবতার জীবনের সঙ্গে মিল পাওয়া গেছে। নির্মাতারা অবশ্য প্রথম থেকেই দাবি করে আসছেন, ছবির গল্প সম্পূর্ণ কাল্পনিক, কারো জীবনী নির্ভর নয়। দুলকার সালমান ও রানা দাগ্গুবতি দু’জনই প্রকাশ্যে জানিয়ে দিয়েছেন, এটি কোনো জীবনীভিত্তিক চলচ্চিত্র নয়।
এসএন