তাইওয়ান নিয়ে তীব্র কূটনৈতিক টানাপোড়েন চীন ও জাপানের, চীনকে শান্ত করতে দূত পাঠাল জাপান

তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চীনের সঙ্গে তীব্র কূটনৈতিক টানাপড়েন সৃষ্টি হয়েছে জাপানের। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে যে চীনকে শান্ত করতে এবং চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে বেইজিংয়ে জ্যেষ্ঠ কূটনীতিককে পাঠাচ্ছে টোকিও।

মূলত পূর্ব এশিয়ার দুই প্রতিবেশীর মধ্যে আগে থেকে কিছুটা বিরোধ থাকলেও তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে এই বিরোধের জেরে সেই সম্পর্ক আরও টানাপোড়েনে পড়ছে। সোমবার (১৭ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

বার্তাসংস্থাটি বলছে, চীনের সঙ্গে তাইওয়ান ইস্যুকে কেন্দ্র করে চলমান কূটনৈতিক উত্তেজনা প্রশমিত করতে জাপানের এক জ্যেষ্ঠ কূটনীতিক সোমবার বেইজিং যাচ্ছেন বলে দেশটির গণমাধ্যম জানিয়েছে।

উভয় দেরে মধ্যে উত্তেজনার শুরু হয় মূলত জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির একটি বিতর্কিত মন্তব্যকে ঘিরে। সম্প্রতি পার্লামেন্টে দেওয়া ভাষণে তিনি বলেন, চীন যদি তাইওয়ানে আক্রমণ চালায়, তবে তা জাপানের নিরাপত্তার জন্য হুমকি হয়ে উঠতে পারে এবং সামরিক প্রতিক্রিয়ার বিষয়ও সামনে আসতে পারে।

মূলত এতদিন ধরে জাপানি কর্মকর্তারা প্রকাশ্যে এমন মন্তব্য করাটা এড়িয়ে চলতেন, কারণ এতে বেইজিং আরও ক্ষুব্ধ হতে পারে। এছাড়া গণতান্ত্রিকভাবে পরিচালিত তাইওয়ানকে নিজের ভূখণ্ড বলে দাবি করে থাকে চীন।

জাপানের মিডিয়া জানায়, পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও ওসেনিয়া ব্যুরোর প্রধান মাসাআকি কানাই চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা লিউ চিনসঙের সঙ্গে বৈঠক করবেন। বৈঠকে কানাই তাকে জানাবেন যে- তাকাইচির মন্তব্য জাপানের নিরাপত্তা নীতিতে কোনও পরিবর্তনের ইঙ্গিত দেয় না এবং একইসঙ্গে তিনি চীনকে এমন কোনো আচরণ করা থেকেও বিরত থাকার আহ্বান জানাবেন যা দুই দেশের সম্পর্কে ক্ষতি করতে পারে।

অবশ্য কানাই সত্যিই চীন সফরে যাচ্ছেন কিনা তা জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করেনি।

এর আগে গত শুক্রবার বেইজিং সতর্ক করে বলেছিল, তাইওয়ান ইস্যুতে জাপান সামরিক হস্তক্ষেপ করলে তারা “ভয়াবহ পরাজয়” বরণ করবে। পাশাপাশি জাপানে ভ্রমণের বিরুদ্ধে চীনা নাগরিকদের সতর্কও করা হয়। আর এটি জাপানের পর্যটনব্যবসার জন্য বড় ধরনের ক্ষতির আশঙ্কা তৈরি করেছে।

এর আগে গত সোমবার নিউ তাইপেতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাইওয়ানের প্রেসিডেন্ট লাই ছিং-তে বলেন, চীন জাপানের বিরুদ্ধে “বহুমুখী আক্রমণ” চালাচ্ছে, যা ইন্দো-প্যাসিফিক অঞ্চলের শান্তি ও স্থিতিশীলতাকে গভীরভাবে ক্ষতিগ্রস্ত করছে।

তিনি আরও বলেন, “আমি আন্তর্জাতিক সম্প্রদায়কে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণের আহ্বান জানাচ্ছি। চীনকে সংযত আচরণ করতে হবে এবং বড় শক্তির মতো দায়িত্বশীলতার পরিচয় দিতে হবে। এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য ঝুঁকি তৈরি করা তাদের কাজ নয়। শৃঙ্খলাভিত্তিক আন্তর্জাতিক ব্যবস্থায় ফেরাটাই চীনের জন্য উপকারী হবে। আমরা চাই তারা ভেবে সিদ্ধান্ত নিক।”

এছাড়া লাই ও তার সরকার বেইজিংয়ের সার্বভৌমত্বের দাবিও প্রত্যাখ্যান করে থাকে।

এদিকে চীনের সরকারি গণমাধ্যমও জাপানি প্রধানমন্ত্রীর সমালোচনা অব্যাহত রেখেছে। চীনা কমিউনিস্ট পার্টির মুখপত্র পিপলস ডেইলি সোমবার এক সম্পাদকীয়তে লিখেছে, “তাকাইচির বিপজ্জনক মন্তব্য সবাইকে উত্তেজিত করেছে। কৌশলগত দৃষ্টিতে তার এই মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং ইচ্ছাকৃত উসকানি।”

আরপি/টিকে

Share this news on:

সর্বশেষ

img
ছাত্রদলের জন্য আফসোস প্রকাশ করলেন ডাকসু নেতা Jan 01, 2026
img
খালেদা জিয়ার জানাজায় মানুষের ঢল, ভালোবাসার প্রতিফলন: মির্জা ফখরুল Jan 01, 2026
শাকিব থেকে খালেদা জিয়া: সার্চ ট্রেন্ডে সবকিছু Jan 01, 2026
img
এনসিপির যুগ্ম মুখ্য সমন্বয়ক মুরসালীনের পদত্যাগ Jan 01, 2026
img
মেসি এবং রোনালদোর কখনোই অবসর নেওয়া উচিত নয়: লুইস দে Jan 01, 2026
img
বিএনপি থেকে বহিষ্কার রুমিন ফারহানার মামলা ৪টি, সম্পদ কত? Jan 01, 2026
img
আরব আমিরাতে সব মসজিদে একই সময়ে জুমা আদায়ের নির্দেশ Jan 01, 2026
img
স্বামীর সঙ্গে ভিডিও প্রকাশ করলেন পিয়া বিপাশা Jan 01, 2026
img
পদত্যাগের একদিন পর একই পদে নিয়োগ পেলেন সায়েদুর রহমান Jan 01, 2026
img
জয়শঙ্করের সফর রাজনৈতিক দৃষ্টিভঙ্গিতে না দেখার পরামর্শ পররাষ্ট্র উপদেষ্টার Jan 01, 2026
img
মুস্তাফিজকে নিয়ে অবস্থান স্পষ্ট করল বিসিসিআই Jan 01, 2026
img
স্ত্রীসহ বিপ্লব কুমারের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ Jan 01, 2026
শোকের দিনে রাষ্ট্র ও মানুষের পাশে থাকার জন্য কৃতজ্ঞতা জানালেন তারেক রহমান Jan 01, 2026
img
জুলাইয়ে যারা প্রাণ দিয়েছে, তারা আমাদের উপর দায়িত্ব রেখে গেছে : আলী রিয়াজ Jan 01, 2026
img
অবৈধভাবে ‘ধুরন্ধর’ দেখার হিড়িক পাকিস্তানে Jan 01, 2026
img
রাবি শিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি মেহেদী Jan 01, 2026
img
জনতা ব্যাংকের অর্থ আত্মসাৎ: সালমানসহ ৯৪ জনের বিরুদ্ধে চার মামলা Jan 01, 2026
মুস্তাফিজ ইস্যুতে দেশদ্রোহীতার অভিযোগে শাহরুখ খান সমালোচনার মুখে Jan 01, 2026
সৌদি প্রো লিগে আল হিলাল ও আল ইত্তিহাদের দুর্দান্ত জয় Jan 01, 2026
img
নতুন বছরের প্রথম মুহূর্তে তারকাদের উচ্ছ্বাস! Jan 01, 2026