জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। এ রায়কে বিচারবিভাগের অনন্য দৃষ্টান্ত বলে উল্লেখ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।
সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এ কথা বলেন তিনি।
এদিন দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির আদেশ দেন। এছাড়া সাবেক আইজিপি আব্দুল্লাহ আল-মামুনের ৫ বছরের কারাদণ্ড দেয়া হয়।
রায় নিয়ে দেয়া প্রতিক্রিয়ায় মামুনুল হক বলেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেশের মানুষের জন্য একটি আনন্দঘন উপলক্ষ্য তৈরি করেছে। এর মাধ্যমে ইতিহাসের অনন্য দৃষ্টান্ত স্থাপিত হলো বিচারবিভাগের । বিগত ২০২৪ সালের জুলাই বিপ্লবের সময় দেশ প্রেমিক জনতার উপর ইতিহাসের নৃশংস হামলা চালায় শেখ হাসিনা।
তিনি আরও বলেন, আমরা মনে করি এই বিচারের মধ্যে দিয়ে জুলুম, নির্যাতন অত্যাচার এবং মানুষের অধিকার হরণ করে কেউ নিস্তার পাওয়া না।দাম্ভিক, স্বৈরাচার হাসিনার এই পরিণাম বাংলাদেশের আগামীর সকল শাসকদের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির বলেন, নিরীহ মানুষের রক্তে আর কারও হাত রঞ্জিত না হোক। নিহত শাহাদাতপ্রাপ্ত বীর শহিদানের আত্মার মাগফেরাত কামনা করছি। সেই সঙ্গে যারা আপনজন হারিয়েছেন আজকের ঐতহিাসিকের রায়ের মধ্য দিয়ে তাদের অন্তর কিছুটা প্রশান্তি পাবেন।যারা জীবনের তরে পঙ্গুত্ব বরণ করেছেন তারা সান্ত্বনা নিয়ে জীবনের অবশিষ্ট সময়টুকু অতিবাহিত করতে পারবে।
শেষে তিনি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, ফ্যাসিব্দমুক্ত স্বৈরাচারমুক্ত সুন্দর বাংলাদেশের দিকে এগিয়ে যাবে-- এ প্রত্যাশা ব্যক্ত করছি।
এমআর/টিকে