নির্বাচন কমিশনের নিয়ত পরিষ্কার : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, ‘নানা প্রতিকূলতার মধ্যেও তারা সফলভাবে নির্বাচনের প্রস্তুতি এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তাদের নিয়ত পরিষ্কার। সবার সহযোগিতা পেলে ভালো নির্বাচন করা সম্ভব হবে।’

সোমবার (১৭ নভেম্বর) রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দ্বিতীয় সেশনে ছয়টি রাজনৈতিক দলের সঙ্গে সংলাপে এমন আলোচনা হয়।

অংশীজনের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে ইতোমধ্যে তিন দিনে দুই পর্বে সংলাপ সম্পন্ন করেছে নির্বাচন কমিশন।

দ্বিতীয় ধাপে জাকের পার্টি, আমার বাংলাদেশ পার্টি (এবি পাটি), বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি), বাংলাদেশ ইসলামী ফ্রন্ট, খেলাফত মজলিস ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সংলাপে দলগুলোর পক্ষ থেকে ইসির স্বাধীনতার বিষয়ে প্রশ্ন তোলা হয়। বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মহাসচিব আব্দুস সামাদ বলেন, ‘প্রধান উপদেষ্টা থেকে ইসি নিয়ন্ত্রিত হলে সে কমিশন মাথা উঁচু করে দাঁড়াতে পারে না এবং গ্রহণযোগ্য নির্বাচনও দিতে পারে না।’

তিনি প্রতীক বরাদ্দের মতো বিষয়ে ইসির সিদ্ধান্ত থেকে সরে আসার ঘটনা উল্লেখ করে বলেন, ‘এতে ইসির স্বাধীনতা, দৃঢ়তা প্রশ্নবিদ্ধ হয়েছে।

ইসি স্বাধীন নয় বুঝতে পেরেছি।’

জাকের পার্টির মহাসচিব শামীম হায়দার কালো টাকা ও পেশীশক্তির দৌরাত্ম্য বন্ধ করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘এটা নিয়ন্ত্রণ করতে না পারলে নির্বাচন তামাশার হবে।’

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক আসাদুজ্জামান ফুয়াদ আচরণবিধির কিছু বিধানের সমালোচনা করে বলেন, ‘ইসি প্রার্থীর হাত-পা বেঁধে দিচ্ছে।

'তিনি বিশেষ করে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় না থাকার বিধানের সমালোচনা করেন।

এআইয়ের অপব্যবহারের শিকার হওয়ার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘পর্নোগ্রাফি থেকে শুরু করে হেন কোনো বাজে কাজ নেই, যা তার নামে ছড়ানো হচ্ছে না।’ তিনি ইসির কাছে জানতে চান, কিভাবে তারা এই সিভিয়ার প্রবলেম মোকাবেলা করবেন।

খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুনতাসীর আলী তফসিল ঘোষণার দিন থেকে যৌথ বাহিনী মোতায়েন, নির্বাচনের তিন দিন আগে সেনা মোতায়েন এবং কালো টাকার প্রভাব বন্ধে ইসির নিজস্ব গোয়েন্দা টিম রাখার দাবি জানান।

তখন সিইসি নাসির উদ্দিন বলেন, ‘অনেক প্রতিকূলতার মধ্যে আমাদের নির্বাচনের প্রস্তুতি নিতে হচ্ছে।

সব ভেঙে বলার দরকার নেই, নানা প্রতিকূলতা রয়েছে।’

তিনি জানান, প্রবাসীদের ভোট এবং দেশের ভেতরে তিন ধরনের ব্যক্তির জন্য পোস্টাল ব্যালটের ব্যবস্থা করে তারা সফলভাবে এগিয়ে যাচ্ছেন।

তিনি দলগুলোর সহযোগিতা কামনা করে বলেন, ‘চেষ্টার ত্রুটি নেই, আন্তরিকতার ঘাটতি নেই। আমরা সব ধরনের চ্যালেঞ্জ আন্তরিকতা, ধৈর্য ও সাহসের সঙ্গে মোকাবেলা করছি।’

সিইসি আরো বলেন, ‘সব কিছু মিলিয়ে আমাদের প্রস্তুতি, সীমাবদ্ধতার মধ্যে চেষ্টার ত্রুটি নেই। মুখে যা বলছি তা-ই নিয়ত। সবাইকে নিয়ে নিয়ত ফুলফিল করতে পারব। আল্লাহ তালাহ সাহায্য করবেন যেহেতু আমাদের নিয়ত সাফ।’

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, ‘আচরণবিধি প্রতিপালনে আমরা কঠোর ভূমিকায় যাব, কাউকে ছাড় দেব না। তফসিল ঘোষণার পরে কঠোর হবো, অন্যায়ের ক্ষেত্রে আমরা কাউকে চিনব না।’

নির্বাচন কমিশনার মো. আবুল ফজল মো. সানাউল্লাহ এআইয়ের অপপ্রচার প্রসঙ্গে বলেন, ‘ভালো তথ্য দিয়ে খারাপ তথ্যকে হ্যান্ডল করতে হবে এবং চিহ্নিতদের আইনের আওতায় আনা হবে।’

নির্বাচন কমিশনার তাহমিদা আহমদ বলেন, ‘আপনারা সহযোগিতা করলে আলহামদুল্লিাহ, আর অসহযোগিতা করেন তো ইন্নালিল্লাহ।’

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
ভেনেজুয়েলার তেলখাত লক্ষ্য করে ট্রাম্পের নতুন নিষেধাজ্ঞা Jan 02, 2026
img
গাইবান্ধায় সিমেন্ট বোঝাই ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কা, নিহত ২ Jan 02, 2026
img
২০২৬- এ তিন মাইলফলক ছোঁয়ার অপেক্ষায় দাঁড়িয়ে কোহলি Jan 02, 2026
img
২০২৬ সালের শবে বরাত, শবে কদর, রমজান ও ঈদ কবে? Jan 02, 2026
img
কাভার্ড ভ্যান চাপায় পুলিশ সদস্য নিহতের ঘটনায় চালক গ্রেপ্তার Jan 02, 2026
img
৪৬তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সময়সূচি স্থগিত Jan 02, 2026
img
ডিসেম্বরে দেশের ৭টি ব্যাংকে আসেনি কোনো রেমিট্যান্স Jan 02, 2026
img
মুক্তির আগেই রেকর্ড গড়ল বিজয়ের 'শেষ' সিনেমা Jan 02, 2026
img
রংপুরকে হারানোর পর প্রত্যেককে বোনাস দেওয়ার ঘোষণা রাজশাহীর Jan 02, 2026
img
শান্ত-মুশফিককে ধন্যবাদ দিলেন ম্যাচ জয়ী রিপন Jan 02, 2026
img
টাঙ্গাইলে আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেপ্তার Jan 02, 2026
img
চেনাব নদীতে জলবিদ্যুৎ প্রকল্প নিয়ে ফের দ্বন্দ্ব ভারত ও পাকিস্তানের Jan 02, 2026
img
আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ১৭ Jan 02, 2026
img
জয়শঙ্করের সফর শুধু সৌজন্য নয়, রাজনৈতিক বার্তাও আছে : মাসুদ কামাল Jan 02, 2026
img
১০ ঘণ্টা পর শরীয়তপুর ও চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক Jan 02, 2026
img
রাজনৈতিক ও সামরিক উত্তেজনার মধ্যে ইয়েমেনের এক বিমানবন্দর বন্ধ Jan 02, 2026
img
সদ্যপ্রয়াত দাদির কবর জিয়ারত করলেন জাইমা রহমান Jan 02, 2026
img
রুপা কিনবেন? জেনে নিন আজকের বাজারদর Jan 02, 2026
img
বছরশেষে বন্ধুত্বের সংজ্ঞা দিলেন অভিনেতা অভ্রজিত Jan 02, 2026
img
গোলাম পরওয়ারের বার্ষিক আয় সাড়ে ৪ লাখ, মোট সম্পদ ১ কোটির বেশি Jan 02, 2026