অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল

শেখ হাসিনার মৃত্যুদণ্ডে ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়নি

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের মৃত্যুদণ্ডের মাধ্যমে ২০২৪ সালের ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচার নিশ্চিত হয়নি, তারা আরো ভালো কিছুর প্রাপ্য বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে গতকাল সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তাদের মৃত্যুদণ্ডের রায় ঘোষণার এই প্রতিক্রিয়া জানিয়েছে সংস্থাটি।

এ নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘২০২৪ সালের জুলাই ও আগস্টে যে নৃশংসতা ও মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল, তার জন্য দায়ী ব্যক্তিদের অবশ্যই তদন্তের আওতায় এনে ন্যায়সঙ্গত বিচারের মুখোমুখি করতে হবে। কিন্তু এই বিচার ও রায় কোনোভাবেই ন্যায়সঙ্গত নয়।

ভুক্তভোগীরা ন্যায়বিচার ও জবাবদিহি পাওয়ার দাবিদার, অথচ মৃত্যুদণ্ড মানবাধিকার লঙ্ঘনকে আরো বাড়িয়ে দেয়। এটি সবচেয়ে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি, যা কোনো ন্যায়বিচার প্রক্রিয়ার অংশ হতে পারে না।’

তিনি বলেন, ‘২০২৪ সালের জুলাই থেকে আগস্টের মধ্যে ১,৪০০-র বেশি মানুষ নিহত এবং হাজারো মানুষ আহত হন। বেঁচে থাকা ভুক্তভোগী ও নিহতদের পরিবারের জন্য যথার্থ বিচার নিশ্চিত করতে হলে আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ড অনুযায়ী পুরোপুরি স্বাধীন ও নিরপেক্ষ বিচারপ্রক্রিয়া প্রয়োজন।

কিন্তু তার পরিবর্তে এই মামলার বিচার এমন একটি আদালতে হয়েছে, যার স্বাধীনতা নিয়ে বহুদিন ধরে প্রশ্ন রয়েছে এবং যা অতীতে অন্যায্য বিচারপ্রক্রিয়ার জন্য সমালোচিত। এছাড়া এত বড় ও জটিল একটি মামলার বিচার ও রায় ঘোষণা করা হয়েছে খুবই দ্রুত। যদিও শেখ হাসিনার জন্য রাষ্ট্রনিযুক্ত আইনজীবী ছিলেন, কিন্তু আত্মপক্ষ সমর্থন প্রস্তুতের সময় ছিল একেবারেই কম।’
মহাসচিব অ্যাগনেস ক্যালামার্ড বলেন, ‘এটি কোনোভাবেই ন্যায়সঙ্গত বিচার নয়।

২০২৪ সালের জুলাই মাসের ভুক্তভোগী জনগণ আরো ভালো কিছুর প্রাপ্য। বাংলাদেশ এমন একটি বিচারপ্রক্রিয়া দাবি করে, যা হবে সম্পূর্ণ নিরপেক্ষ, সন্দেহের ঊর্ধ্বে এবং মানবাধিকার লঙ্ঘন বাড়ায় এমন মৃত্যুদণ্ডের আশ্রয় নেবে না। কেবল তখনই সত্য, ন্যায়বিচার ও ক্ষতিপূরণ প্রকৃত অর্থে নিশ্চিত হতে পারে।’

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব ক্ষেত্রে মৃত্যুদণ্ডের বিরোধিতা করে। অপরাধের ধরন, পরিস্থিতি, অপরাধীর দোষী বা নির্দোষ হওয়া, কিংবা রাষ্ট্র যে পদ্ধতিতেই মৃত্যুদণ্ড কার্যকর করে; কোনো কিছুর ভিত্তিতেই এর ব্যতিক্রম নেই।

প্রসঙ্গত, ২০২৪ সালের জুলাই মাসে সরকারী চাকরিতে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০% কোটা পুনর্বহাল করা হলে সারা দেশে ব্যাপক বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভকারীরা মনে করেন, এই কোটা মূলত ক্ষমতাসীন দলের সুবিধাভোগীদের পক্ষপাত করে।

অধিকাংশ ক্ষেত্রেই শান্তিপূর্ণ বিক্ষোভে কর্তৃপক্ষের বেআইনি সহিংসতা শুরু হলে আন্দোলন তীব্র হয়ে ওঠে এবং শেখ হাসিনার সরকারের পদত্যাগের দাবিও জোরদার হয়।

সহিংসতায় বহু প্রাণহানির পর শেখ হাসিনা দেশ ত্যাগ করেন এবং ২০২৫ সালের জুনে তার বিরুদ্ধে, অন্যান্য মন্ত্রী ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়।

গত বছর অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সারা দেশের কোটা সংস্কার আন্দোলনে নিরাপত্তা বাহিনীর বেআইনি প্রাণঘাতী ও কম প্রাণঘাতী শক্তি ব্যবহারের প্রমাণ সংগ্রহ করে একটি ভিডিও-ভেরিফিকেশন সিরিজ প্রকাশ করে।

সাবেক পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুন রাষ্ট্রপক্ষের সাক্ষী হিসেবে আদালতে উপস্থিত হয়ে দোষ স্বীকার করেন। তিনি সশরীরে বিচারকাজে অংশ নেন এবং তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল দীর্ঘদিন ধরে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রাজনৈতিক প্রভাব, ন্যায়বিচারের ঘাটতি, মৃত্যুদণ্ডের চাপ এবং সমালোচকদের বিরুদ্ধে অবমাননা মামলার ব্যবহারের সমালোচনা করে আসছে। এর আগে ২০১৩ ও ২০১৪ সালে যখন যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দেওয়া হয়েছিল তখনও এর বিরোধীতে করেছিল অ্যামনেস্টি।

ইএ/টিকে

Share this news on:

সর্বশেষ

img
শেখ হাসিনার রায়ের কপি স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে আজ Nov 18, 2025
img
পারমাণবিক সক্ষমতার পথে সৌদি, পাশে থাকবে যুক্তরাষ্ট্র Nov 18, 2025
img
শেখ হাসিনার মৃত্যুদণ্ড ‘খুবই উদ্বেগজনক’: শশী থারুর Nov 18, 2025
img
ছেলে দেখে না, অচেনা মানুষেরা খেতে দেয় যুবরাজের বাবাকে Nov 18, 2025
img
১৮ ডিসেম্বর মেহজাবীনের জবাব দাখিলের নির্দেশ আদালতের Nov 18, 2025
img
বুধবার ইসির সংলাপে আসছে বিএনপি ও জামায়াত Nov 18, 2025
img
সাভারে সাজাপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর কারখানায় লুটের চেষ্টার অভিযোগ Nov 18, 2025
img
মাদারীপুরে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল Nov 18, 2025
img
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার উত্থান ও পতন Nov 18, 2025
img
শেখ হাসিনার রায়ের পর মীর কাসেম আলীর মেয়ের আবেগঘন দীর্ঘ স্ট্যাটাস Nov 18, 2025
img
দেড় বছরে এত সাফল্য অর্জন অন্তর্বর্তী সরকারের মতো কেউ করতে পারেনি: প্রেস সচিব Nov 18, 2025
img
সাবেক মন্ত্রী রেজাউল করিমের ভাই শামীম গ্রেপ্তার Nov 18, 2025
img
শেখ হাসিনার রাজনীতিতে ফেরার সম্ভাবনা কমে গেছে: আইসিজি Nov 18, 2025
img
মজলুমের দোয়া আজ কবুল হলো : শামারুহ মির্জা Nov 18, 2025
img
কারিগরি বোর্ড : ডুপ্লিকেট ভর্তি চিহ্নিতদের ভর্তি বাতিলের নির্দেশ Nov 18, 2025
img
কঙ্গোতে অবতরণের সময় বিমানে আগুন Nov 18, 2025
img
ডায়মন্ড ওয়ার্ল্ড মালিকের বিরুদ্ধে সিআইডির মামলা Nov 18, 2025
img
মাগুরায় গ্রামীণ ব্যাংকে আগুন দিল দুর্বৃত্তরা Nov 18, 2025
img
অনন্যাকে ঘিরে নেটিজেনদের সমালোচনার ঝড় Nov 18, 2025
img
আশির দশকে হিরোইনদের সবকিছুতে পারদর্শী হতে হতো: শতাব্দী রায় Nov 18, 2025