বিএনপি নেতাকে সব পদ থেকে বহিষ্কার

দলীয় শিষ্টাচার ও সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৭ নভেম্বর) মধ্যরাতে জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু ও সদস্য সচিব অ্যাডভোকেট কামরুল আলম স্বাক্ষরিত জেলা বিএনপির দলীয় প্যাডে তাকে বহিষ্কারাদেশ দেওয়া হয়।

জেলা বিএনপি সূত্র জানায়, সাম্প্রতিক এক আয়োজনের বিক্ষোভ মিছিলে উত্তেজিত অবস্থায় আকমল হোসেন বিএনপি মহাসচিবকে উদ্দেশ্য করে অশালীন ও অনভিপ্রেত স্লোগান দেন।

ঘটনাটি দলীয় নেতাকর্মীদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে। পরে বিষয়টি উচ্চ পর্যায়ে পৌঁছালে জেলা বিএনপি জরুরিভাবে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেয়।

জেলা বিএনপির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দলীয় শৃঙ্খলা ও আচরণবিধি ভঙ্গ করার মতো কর্মকাণ্ড কোনোভাবেই বরদাশত করা হবে না। দায়িত্বশীল পদে থাকা নেতাদের কাছ থেকে সংগঠন আরও পরিপক্ব আচরণ প্রত্যাশা করে। তাই গঠনতন্ত্র পরিপন্থি আচরণের দায়ে আকমল হোসেনকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বহিষ্কার নোটিশে উল্লেখ করা হয়, গত ১৬ নভেম্বর বিকেল সোয়া ৫টার দিকে রাজবাড়ী সদর থানার গোয়ালন্দ মোড়ে রাজবাড়ী-ফরিদপুর প্রধান সড়কে উপস্থিত থেকে রাজবাড়ী-১ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে রাজবাড়ী পৌর বিএনপির কিছু কর্মী একটি মিছিল শুরু হয়। ওই মিছিলে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নামে অত্যন্ত কুরুচিপূর্ণ স্লোগান দিয়ে অত্যন্ত নিন্দনীয়ভাবে দলীয় শিষ্ঠাচার এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছে। এ স্লোগানের বিষয়টি ইলেকট্রনিক্স মিডিয়াসহ সব জায়গায় ভাইরাল এবং এ ভিডিওটি রাজবাড়ী জেলা বিএনপির দৃষ্টিগোচর হয়েছে।

আকমল হোসেন চৌধুরী রাজবাড়ী পৌর বিএনপির একজন অত্যন্ত দায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি এবং চরমভাবে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করেছেন। তাৎক্ষণিকভাবে ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়।

এ নোটিশ প্রাপ্তির ২৪ ঘণ্টার মধ্যে উল্লেখিত অশ্লীল স্লোগানের বিষয়ে যথাযথ কারণ দর্শানোর জন্য নির্দেশ প্রদান করা হলেও কারণ দর্শানোর লিখিত জবাব দেন আকমল হোসেন চৌধুরী, যা জেলা বিএনপির কাছে যুক্তিযুক্ত বলে মনে হয়নি।

এজন্য রাজবাড়ী পৌর বিএনপির একজন দায়িত্বশীল নেতা হিসেবে ওই ধরনের অশ্লীল স্লোগান দিয়ে দলীয় ভাবমূর্তি ক্ষুণ্ন করাসহ দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সব প্রকারের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারাদেশ আজকের তারিখ থেকেই কার্যকর হবে।

বিষয়টি নিয়ে স্থানীয় রাজনীতিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। কেউ একে দলের শৃঙ্খলা রক্ষার স্বাভাবিক পদক্ষেপ হিসেবে দেখছেন, আবার কেউ বলছেন-ঘটনার দ্রুত সমাধান দলীয় নেতাকর্মীদের মধ্যে শৃঙ্খলা ও স্বচ্ছতার বার্তা পৌঁছে দেবে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক, অ্যাডভোকেট লিয়াকত আলী বাবু বলেন, দলের মহাসচিবের নামে কুরুচিপূর্ণ স্লোগান দেওয়ায় রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল এবং ২৪ ঘণ্টার মধ্যে তাকে জবাব দিতে বলা হয়েছিল। লিখিতভাবে নোটিশের জবাব দিলেও নোটিশের সঠিক জবাব পাওয়া না যাওয়ায় তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদকের পদসহ স্থানীয় সব ধরনের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, রাজবাড়ী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মের মনোনয়ন বাতিলের দাবিতে রোববার বিকেলে গোয়ালন্দ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা আসলাম গ্রুপের সমর্থক ও অনুসারীরা।

এ সময় আসলামপন্থি অনুসারী রাজবাড়ী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক আকমল হোসেন চৌধুরী বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিয়ে কুরুচিপূর্ণ স্লোগান দেন। যেই স্লোগানের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তের মধ্যে ভাইরাল হয় এবং সমালোচনার ঝড় তৈরি হয়।

টিজে/টিকে  

Share this news on:

সর্বশেষ

img
জেনে নিন মোবাইল ফোন ডি-রেজিস্ট্রেশন করার নিয়ম Jan 02, 2026
img
ব্যবসায়ী আমির হামজার সম্পদ দেড় কোটি টাকার, গাড়ির দাম ২৫ লাখ Jan 02, 2026
img
নেতানিয়াহুকে ফেরাউনের সঙ্গে তুলনা করলেন এরদোয়ান Jan 02, 2026
img

টাঙ্গাইল-৮

স্বতন্ত্র প্রার্থী লাবিব গ্রুপের চেয়ারম্যান রাসেলের নামে মামলা দায়ের Jan 02, 2026
img
স্বামীর চেয়ে বেশি সম্পদের মালিক তানিয়া রব, বার্ষিক আয় ৮২ লাখ টাকা Jan 02, 2026
img
১৪৫ রানের সহজ লক্ষ্য পেল রংপুর রাইডার্স Jan 02, 2026
img
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করল জিম্বাবুয়ে Jan 02, 2026
img
রাফাহ সীমান্ত পরিদর্শন হলিউড তারকা অ্যাঞ্জেলিনা জোলির Jan 02, 2026
img
চট্টগ্রামে বিএনপি নেতা ও জাপা প্রার্থীসহ ১০ জনের মনোনয়ন বাতিল Jan 02, 2026
img
পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে স্ত্রীর টিকটক, প্রত্যাহার স্বামী Jan 02, 2026
img
চেলসির কোচ হিসেবে জিদান বা ক্লপকে নেওয়ার গুঞ্জন! Jan 02, 2026
img
বিটিআরসি কার্যালয়ে হামলা : গ্রেপ্তার ৪৫ জন কারাগারে Jan 02, 2026
img
জাতীয় ঐক্যের মাধ্যমেই কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠা সম্ভব: জামায়াত আমির Jan 02, 2026
img
শিশির মনিরের বার্ষিক আয় ৫১ লাখ, স্ত্রীর আয় ৮৯ লাখ টাকা Jan 02, 2026
img
চলতি মাসে আসছে ৫টি শৈত্যপ্রবাহ Jan 02, 2026
img
ক্ষমা চেয়েও পদ হারালেন বিএনপি নেতা ‎ ‎ Jan 02, 2026
img
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের দল ঘোষণা করলো বাংলাদেশ Jan 02, 2026
img
শরিফ ওসমান হাদির নামে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের হল Jan 02, 2026
img
অনলাইন ট্রাভেল এজেন্সির ব্যাংক গ্যারান্টি ১ কোটি টাকা, অধ্যাদেশ জারি Jan 02, 2026
img
কাবরেরার বিদায়ের মুহূর্ত নিকটে! Jan 02, 2026