স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।
সোমবার (১৭ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল এ টি এম এ রুস্তম।
আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাজহারুল ইসলাম খানকে সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
অন্যদিকে, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নতুন পরিচালক নিয়োগ পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল পিকে এম মাসুদ-উল-ইসলাম।
আর বর্তমান পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদকেও বাংলাদেশ সেনাবাহিনীতে ফিরিয়ে নেওয়া হয়েছে।
নতুন নিয়োগ পাওয়া দুজন কর্মকর্তার চাকরি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে ন্যস্ত করা হয়েছে।
টিজে/টিকে