বাংলাদেশ সম্পর্কে ভারতীয় গণমাধ্যমের মিথ্যা ও বিভ্রান্তিমূলক সংবাদ প্রচারের জন্য ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাবদিহিতা চাইতে বললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মূখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৮ নভেম্বর) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে তিনি এ কথা জানান।
ফেসবুক পোস্টে হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিনিয়ত মিথ্যা, বিভ্রান্তিমূলক অপপ্রচারের বিরুদ্ধে ভারতীয় হাইকমিশনারকে তলব করে জবাবদিহিতা চাইতে হবে।’
আইকে/টিএ