‘বিগ বস ১৯’-এর ফ্যামিলি উইক ঘিরে বাড়ছে উত্তেজনা, আবেগ আর মজা-আর এর মাঝেই গৌরব খান্না আর তার স্ত্রী আকাঙ্ক্ষা চামোলার পুনর্মিলনের ঘটনাই হয়ে উঠেছে সবচেয়ে ভাইরাল মুহূর্ত। খবর বলিউড লাইফের।
বিগ বসের বাড়ি বর্তমানে রীতিমতো আবেগ আর হাসি-ঠাট্টার মিশেলে জমে উঠেছে। প্রথম দিনেই কুনিক্কা সাদানন্দের ছেলে আয়ান এবং অশনূর কৌরের বাবা গুরমিত সিং-এর প্রবেশে চোখের জল থামেনি কারও। কিন্তু দ্বিতীয় দিনেই হঠাৎ পাল্টে যায় পরিবেশ। কারণ, সেদিনই এন্ট্রি নেন গৌরব খান্নার স্ত্রী, জনপ্রিয় টিভি অভিনেত্রী আকাঙ্ক্ষা চামোলা।
আকাঙ্ক্ষা ঢুকতেই গৌরব ছুটে যান আলিঙ্গন করতে। কিন্তু বিগ বস বারবার ‘ফ্রিজ’ ঘোষণা করে দুজনকেই থামিয়ে দেন। আর সেখানেই ঘটে সেই ভাইরাল ঘটনা!
হাসতে হাসতে অঙ্কাক্ষা বিগ বসকে সরাসরি আল্টিমেটাম দেন- আমার হাজব্যান্ডকে আনফ্রিজ না করলে আপনাকেই কিন্তু ‘অ্যাডাল্ট ওয়ালি পাপ্পি’ দেব!
বিগ বস নড়েননি। আর তখনই অঙ্কাক্ষা সত্যিই এগিয়ে গিয়ে সেই ‘অ্যাডাল্ট কিস’ দেওয়ার চেষ্টা করেন! মুহূর্তের মধ্যেই বাড়িতে হুল্লোড় পড়ে যায়, সহ-প্রতিযোগীরা হাততালি আর উল্লাসে ফেটে পড়েন।
সপ্তাহের আরেক বড় মুহূর্ত আসে ফারহানা ভাটের মায়ের এন্ট্রি দিয়ে। তিনিই প্রকাশ্যে গৌরবের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, গৌরবই নাকি ফারহানাকে মানসিকভাবে শক্ত করেছেন, যার জন্য সে আবার খেলায় ফিরেছে।
এসএন