বছরের পর বছর ঘষাঘষি ও সীমাবদ্ধ ধারার মধ্যে আটকে থাকা এলি আভরাম অবশেষে নিজের শক্তি ও প্রতিভা প্রমাণ করতে পেরেছেন। ‘বি হ্যাপি’ ছবির এই অভিনেত্রী সম্প্রতি খোলাখুলি জানালেন, তার শুরুতেই তাকে প্রায়শই কেবল বাহ্যিক রূপ দেখে মূল্যায়ন করা হতো, দক্ষতা নয়। তিনি বললেন, “অনেকে ধরে নিতেন আমি হিন্দি বলতে পারব না বা ভারতীয় চরিত্রে অভিনয় করতে পারব না, শুধু আমার চেহারার কারণে।”
এলির অভিনীত চরিত্রের পরিসর বিস্তৃত একজন বাঙালি স্ত্রী থেকে শুরু করে মালাং ছবির জেসি পর্যন্ত। তবু বহু বছর ধরে তিনি এক ঘরে সীমাবদ্ধ থাকতেন। তবে ওটিটি প্ল্যাটফর্মের উত্থান তার জন্য এক নতুন পথ খুলে দিয়েছে। “ওটিটি দর্শকদের দেখিয়েছে আমি কতটা বহুমাত্রিক। পরিচালকরা এখন বিভিন্ন ছায়ার চরিত্র নিয়ে আমার সঙ্গে কাজ করতে আগ্রহী,” তিনি জানালেন।
এলির বিশ্বাস, এখন তিনি সেই শিল্পী হিসেবে স্বীকৃতি পাচ্ছেন যাঁর চিহ্ন তিনি সবসময় নিজের মধ্যে দেখেছেন। তবে পথ এখানেই শেষ নয়। একান্তভাবে অ্যাকশনপূর্ণ ও আবেগময় চরিত্রে অভিনয় করার আকাঙ্ক্ষা তার, এবং তিনি দৃঢ়ভাবে নতুন দিকটি দর্শকের সামনে তুলে ধরতে চাইছেন।
এলির এই যাত্রা আমাদের স্মরণ করিয়ে দেয়, ধৈর্য্য এবং নতুন প্ল্যাটফর্মের সুযোগ কেবল প্রতিভাকে প্রমাণ করার পথ খুলে দেয় না, বরং প্রথাগত স্টেরিওটাইপ ভাঙতেও সাহায্য করে।
এমকে/এসএন