অজ্ঞাত ব্যক্তির মাধ্যমে হয়রানির শিকার ‘দৃশ্যম’ অভিনেত্রী শ্রিয়া স্মরণ। অভিনেত্রীর ছদ্মবেশে সেই ব্যক্তি বিভিন্ন মানুষজনের সঙ্গে যোগাযোগ করছে। এমনটা জানার পর ক্ষোভে ফেটে পড়েন শ্রিয়া।
সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক কঠোর বার্তায় ওই প্রতারককে অবিলম্বে এমন কার্যকলাপ বন্ধ করার হুঁশিয়ারি দেন শ্রিয়া।
অভিনেত্রী বলেন, ‘দয়া করে মানুষকে বার্তা পাঠানো এবং তাদের মূল্যবান সময় নষ্ট করা বন্ধ করুন।’
বুধবার (১৯ নভেম্বর) শ্রিয়া ইনস্টাগ্রামে একটি স্ক্রিনশট শেয়ার করে ওই প্রতারকের ফোন নম্বরও প্রকাশ করেন। স্ক্রিনশটে দেখা যায়, ছদ্মবেশী ব্যক্তিটি শ্রিয়ার ছবিকে প্রোফাইল পিকচার হিসাবেও ব্যবহার করেছে।
শ্রিয়া লিখেছেন, ‘যেই হোন না কেন, এটা বোকামি। দয়া করে মানুষকে ভুল বার্তা পাঠানো এবং তাদের সময় নষ্ট করা বন্ধ করুন! সত্যিই অদ্ভুত। মানুষের সময় নষ্ট হচ্ছে দেখে খারাপ লাগছে।”
‘দৃশ্যম’ খ্যাত এই অভিনেত্রী জানিয়েছেন, প্রতারক এমন ব্যক্তিদের সঙ্গেও যোগাযোগ করছে, যাদের তিনি অত্যন্ত শ্রদ্ধা করেন। তিনি আরো লেখেন, ‘এটা আমি নই! এটা আমার নম্বরও নয়! এক দিক দিয়ে ভালো যে এই জঘন্য ব্যক্তি তাদের কাছে পৌঁছনোর চেষ্টা করছেন, যাদের আমি শ্রদ্ধা করি এবং ভবিষ্যতে যাদের সঙ্গে কাজ করতে চাই।
খুবই অদ্ভুত! কেন আপনি নিজের সময় নষ্ট করে এমন কাজ করছেন? নিজের জীবন নিয়ে ভাবুন, অন্যের ছদ্মবেশ ধারণ নয়।’
নিজের ইনস্টাগ্রাম স্টোরিতেও তিনি সতর্কতা জারি করে লেখেন, ‘স্ক্যাম অ্যালার্ট… ভুয়া নম্বর। বন্ধুরা জানাচ্ছেন কেউ আমার পরিচয়ে যোগাযোগ করছে। এই ভুয়া নম্বর থেকে যে কোন রকম যোগাযোগ, কাজের প্রস্তাব বা পেমেন্ট দেওয়া থেকে বিরত থাকুন।’
শ্রিয়ার এই পোস্টে উদ্বেগ প্রকাশ করেছেন ভক্তরা। একজন লিখেছেন, ‘এত চাপের পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে দেখে খুব খারাপ লাগছে, শ্রিয়া ম্যাম। কেউ আপনার নাম ব্যবহার করে মানুষকে হয়রানি করছে এটা সত্যিই হতাশাজনক। আপনি খুব সৌজন্যতার সঙ্গে বিষয়টি সামলেছেন, আর আপনার প্রকৃত ভক্তরা আপনার পাশে আছে।’ আরেকজন পরামর্শ দেন, ‘ম্যাডাম, দয়া করে নম্বরটি সাইবার ক্রাইমে দিন বা অভিযোগ জানান।’
সূত্র: হিন্দুস্থান টাইমস
আইকে/টিএ