হাসিনার বিরুদ্ধে আরও ৩ মামলা ট্রাইব্যুনালে বিচারাধীন

জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধ মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আরও তিনটি মামলা বিচারাধীন রয়েছে। এর দুটি তার শাসনামলে সংঘটিত গুম-সংক্রান্ত অভিযোগ; এসব মামলার আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) ইতোমধ্যে দাখিল করা হয়েছে।

আরেকটি মামলা ২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে করা, যেটির তদন্ত প্রতিবেদন ট্রাইব্যুনালে দাখিলের অপেক্ষায় আছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট সূত্র।

এর আগে গেল সোমবার (১৭ নভেম্বর) মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা ও তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে তাদের সম্পদ বাজেয়াপ্তের নির্দেশ দেওয়া হয়। দোষ স্বীকার করে রাজসাক্ষী হওয়ায় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুনকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

চলতি বছরের জুলাইয়ে আদালত অবমাননার অভিযোগে আরেক মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল। ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’-এমন একটি অডিও বক্তব্য অনলাইনে ছড়িয়ে পড়ার পর বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করার অভিযোগে ওই মামলা দায়ের করা হয়।

গত ৮ অক্টোবর আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) সরকারের সময় সংঘটিত আলোচিত গুমের দুই ঘটনায় শেখ হাসিনাসহ ২৮ জনের বিরুদ্ধে দুটি ফরমাল চার্জ গ্রহণ করে ট্রাইব্যুনাল। একই সঙ্গে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়।

চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সেদিন জানান, গুম, গোপন বন্দিশালায় আটক, নির্যাতন, হত্যাকাণ্ডসহ নানা অভিযোগে দুটি মামলার অভিযোগপত্র দাখিল করা হয়েছে।

একটি মামলায় অভিযোগ করা হয়েছে-সাবেক সরকার আমলে র‌্যাবের কিছু বিপথগামী সদস্য টিএফআই সেল ও বিভিন্ন গোপন বন্দিশালায় রাজনৈতিক কর্মী, সাংবাদিক, ব্লগারসহ ভিন্নমতাবলম্বীদের আটক রেখে নির্যাতন করত। অন্য মামলায় ডিজিএফআইয়ের কিছু সদস্য জেআইসি সেন্টার অপব্যবহার করে রাজনৈতিক ও অরাজনৈতিক ব্যক্তিদের আটক রাখার অভিযোগ আনা হয়েছে।

এ দুটি মামলায় আসামির তালিকায় রয়েছেন শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীসহ র‌্যাব ও ডিজিএফআইয়ের কয়েকজন কর্মকর্তা।

১৭ নভেম্বর মামলার কয়েকজন সেনা কর্মকর্তা আদালতে আত্মসমর্পণ করলে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন ট্রাইব্যুনাল। পরবর্তী শুনানি ২৩ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।

শাপলা চত্বরের হত্যাকাণ্ড মামলা

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের সমাবেশে সংঘটিত হত্যাকাণ্ডের অভিযোগে সংগঠনের নেতা আজিজুল হক ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কাছে অভিযোগ দায়ের করেন। হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মাওলানা মামুনুল হকের পক্ষে তিনি এ অভিযোগ করেন। এতে ২১ জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়।

আসামিদের মধ্যে রয়েছেন- শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপস, সাবেক মন্ত্রী হাছান মাহমুদ, সাবেক এমপি হাজি সেলিম, তৎকালীন প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, নারায়ণগঞ্জের সাবেক এমপি শামীম ওসমান, তারিক আহমেদ সিদ্দিকী, সাবেক আইজিপি এ কে এম শহীদুল হক ও সাবেক আইজিপি বেনজীর আহমেদ।

গত ১২ নভেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলের সময় বাড়িয়ে আগামী ১২ জানুয়ারি নির্ধারণ করা হয়েছে।

মৃত্যুদণ্ডের রায় ঘোষণার পরদিন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামিম গণমাধ্যমকে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আরও তিনটি মামলা এখন বিচারাধীন। একটি জেআইসি সেন্টারের গুম ও নির্যাতনের অভিযোগ, আরেকটি র‌্যাবের টিএফআই সেলে নির্যাতনের মামলা, এবং তৃতীয়টি ২০১৩ সালের শাপলা চত্বরের গণহত্যা -সংক্রান্ত মামলা।

পিএ/এসএন

Share this news on:

সর্বশেষ

img
আওয়ামী লীগের ভোটাররা কাকে ভোট দিবে, সেই সিদ্ধান্ত তাদেরই: হারুন Jan 07, 2026
img
মানিকগঞ্জে বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির শতাধিক নেতাকর্মী Jan 07, 2026
img
শীতের তীব্রতা কবে কমবে, জানাল আবহাওয়া অফিস Jan 07, 2026
img
ট্রাম্পকে অভিনব এক প্রস্তাব কলম্বিয়ার প্রেসিডেন্টের Jan 07, 2026
img
প্রশ্ন ফাঁসের গুজবে কান না দেওয়ার আহ্বান প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের Jan 07, 2026
img
সরকার জনগণকে বোকা ভেবেছে, এই চার্জশিট গ্রহণযোগ্য নয়: জাবের Jan 07, 2026
img
সুপ্রিম কোর্ট বার সভাপতির সঙ্গে ইইউ মিশনের মতবিনিময় Jan 07, 2026
img
নির্বাচনের জন্য সরকার পূর্ণ প্রস্তুত: প্রেস সচিব Jan 07, 2026
img
নতুন বছরে জুটি বাঁধছেন প্রসেনজিৎ-ঋতুপর্ণা Jan 07, 2026
img
ভারতেই খেলতে হবে বিশ্বকাপ, বাংলাদেশকে জানাল আইসিসি Jan 07, 2026
img
জাবির বহিষ্কৃত ছাত্রলীগ নেতা দীপু গ্রেপ্তার Jan 07, 2026
img
'প্রলয়'-এ আলিয়া নয় রণবীরের বিপরীতে কল্যাণী Jan 07, 2026
img
বাড়ি কিনতে গ্রাহক নিতে পারবেন সর্বোচ্চ ৪ কোটি পর্যন্ত ঋণ Jan 07, 2026
img
চট্টগ্রামে কৃষক লীগ নেতা গ্রেপ্তার Jan 07, 2026
img
সাড়ে ৩ ঘণ্টা পর জকসুর ভোট গণনা শুরু Jan 07, 2026
img
নতুন ছবির শুটিং শুরু করলেন কঙ্গনা Jan 07, 2026
img
কুমিল্লায় গ্যাস সিলিন্ডার মজুদ রাখায় ৫ ব্যবসায়ীকে জরিমানা Jan 07, 2026
img
সামাজিক যোগাযোগ মাধ্যমে সহিংসতা বন্ধে এই সরকার কিছুই করতে পারছে না : দেবপ্রিয় ভট্টাচার্য Jan 07, 2026
img
স্থগিত রাখার পর আবার শুরু হতে যাচ্ছে জকসু ভোট গণনা Jan 07, 2026
img
নাবালিকার সঙ্গে প্রেম! সমালোচনায় কার্তিক আরিয়ান, মুখ খুললেন তরুণী Jan 07, 2026