অবশেষে সময়সূচির জটিলতা পেরিয়ে রামায়ণ অংশ দুইয়ের শুটিংয়ের তারিখ চূড়ান্ত হলো। আগামী জানুয়ারি দুহাজার ছাব্বিশ থেকে শুরু হচ্ছে ছবির নির্মাণ কাজ। নিতেশ তিওয়ারির পরিচালনায় এই মহাকাব্যিক দুই পর্বের কাহিনিতে আছেন রণবীর কাপুর, যশ এবং সানি দেওল। প্রথম অংশের কাজ শেষ হওয়ার পরই দ্বিতীয় অংশের শুটিং শুরু করার পরিকল্পনা ছিল, কিন্তু সময়ের সঙ্কটে পরিকল্পনা পিছিয়ে যায়।
আগস্টে শুটিং শুরুর কথা থাকলেও রণবীর তখন ব্যস্ত ছিলেন লাভ অ্যান্ড ওয়ার নিয়ে, যশ যুক্ত ছিলেন টক্সিক নামে একটি ছবির কাজ নিয়ে যার মুক্তি নির্ধারিত মার্চ দুহাজার ছাব্বিশ, অন্যদিকে সানি দেওলও নিজের পারিবারিক দায়িত্বে ব্যস্ত ছিলেন, বিশেষ করে তার বাবা ধর্মেন্দ্রর অসুস্থতা কেন্দ্রিক পরিস্থিতিতে। এসব কারণে নির্মাতা দল বাধ্য হয়ে পরিকল্পনা পিছিয়ে দেয়।
তারকাদের সবার সময় একসঙ্গে মিলতে শুরু করায় তৈরি হলো নতুন পরিকল্পনা। শুটিং শুরুর আগেই নির্মাণ দল বিশাল সেট তৈরি, বিশেষ প্রভাব পরিকল্পনা এবং পোশাক নকশার কাজ শুরু করে দিয়েছে পুরো দমে। ছবির নির্মাণের প্রতিটি ধাপেই দেখা যাচ্ছে বড় বাজেট এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনার ছাপ।
রামায়ণ অংশ এক মুক্তি পেতে পারে আগামী দীপাবলিতে। এরপর কাহিনির পরের অধ্যায় দেখতে দর্শকদের অপেক্ষা করতে হবে আরও কিছুটা সময়। ধারণা করা হচ্ছে, রামায়ণ অংশ দুই মুক্তি পেতে পারে দুই হাজার সাতাশ সালে। ভারতীয় চলচ্চিত্র জগতে বহুদিন ধরে প্রতীক্ষিত এই মহাকাব্যিক প্রজেক্ট দুই পর্ব শেষ হলে তৈরি হতে পারে ভারতীয় সিনেমার অন্যতম স্মরণীয় অধ্যায়।
এই যাত্রা হয়তো বিলম্বিত হয়েছে, কিন্তু নির্মাতারা মনে করছেন, অপেক্ষার সময় যতই হোক, গল্পের মহিমা দর্শকদের অভিজ্ঞতাকে আরও গভীর করবে।